AI Chatbot: হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে এআই যুক্ত চ্যাটবোট, ইউজাররা কী কী সুবিধা পাবেন?
Meta AI Chatbot: হোয়াটসঅ্যাপের মতো ইনস্টাগ্রামের ক্ষেত্রেও মেটা এআই চ্যাটবোটের সাপোর্ট লক্ষ্য করা যাবে। ইনস্টাগ্রামে ডিএম সেকশনে এই নতুন এএআই ফিচারের সাপোর্ট পাওয়া যাবে।
AI Chatbot: হোয়াটসঅ্যাপে এআই চ্যাটবোট (WhatsApp AI Chatbot) যুক্ত হবে একথা আগেই জানা গিয়েছিল। এবার নির্দিষ্ট ইউজারদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে চালু হয়েছে মেটা এআই চ্যাটবোট (Meta AI Chatbot) ফিচার। হোয়াটসঅ্যাপের সার্চ বার (Search Bar) সেকশনে দেখা দেখা যাবে এই ফিচার। এর আগে হোয়াটসঅ্যাপ বিটা অ্যাড্রয়েড ২.২৪.৭.১৪ ভার্সানে এই ফিচার লক্ষ্য করা গিয়েছিল। তবে এখন মেটা এআই চ্যাটবোট হোয়াটসঅ্যাপের স্থায়ী ভার্সানে দেখা গিয়েছে। অর্থাৎ ইউজাররা চাইলে মেটা এআই চ্যাটবোটের মাধ্যমের তাঁদের যাবতীয় জিজ্ঞাসা বা প্রশ্ন করতে পারেন। আর্টিফিশিয়াল ইটেলিজেন্স (Artificial Itelligence) প্রযুক্তি যুক্ত এই ফিচার কাজ করবে চ্যাটজিপিটি- র মতো। হোয়াটসঅ্যাপের মেটা এআই চ্যাটবোটে ইউজার যা ইচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। এই চ্যাটবোট ইউজারদের উত্তর দেওয়ার জন্যই তৈরি হয়েছে। আর যেহেতু সার্চ বারের মধ্যেই এই চ্যাটবোট রয়েছে, তাই হোয়াটসঅ্যাপ খুলে নতুন এআই ফিচার খোঁজার জন্য ইউজারদের সময় নষ্ট করতে হবে না।
আপাতত হোয়াটসঅ্যাপের এই আধুনিক ও উন্নত ফিচার নির্দিষ্ট কিছু অঞ্চলে পরীক্ষামূলক ভিত্তিতে চালু হয়েছে। আগামী দিকে সমস্ত ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপ এই ফিচার চালু করবে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo জানিয়েছে, মেটা এআই চ্যাটবোটের সঙ্গে বেশি সংখ্যক ইউজারদের যুক্ত করাই হোয়াটসঅ্যাপের লক্ষ্য। আপাতত বিশ্বের নির্দিষ্ট কিছু দেশে হোয়াটসঅ্যাপের আপডেটেড অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানে মেটা এআই চ্যাটবোটের সুবিধা পাবেন ইউজাররা। এই তালিকায় ভারতের নামও রয়েছে। তবে হয়তো সমস্ত ভারতীয় ইউজার এখনি হোয়াটসঅ্যাপে এই পরিষেবা দেখতে পাচ্ছেন না। এতে চিন্তার কোনও কারণ নেই। ধীরে ধীরে সমস্ত ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের এই মেটা এআই চ্যাটবোট চালু হবে। এই নতুন ফিচার চালু হলেও ইউজারদের সমস্ত ডেটা আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। মেটা কিংবা হোয়াটসঅ্যাপ, কোনও সংস্থাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন চ্যাটবোটের মাধ্যমে ইউজারদের ব্যক্তিগত ও গোপন তথ্যে নজরদারি চালাতে পারবে না।
ইনস্টাগ্রামেও আসছে মেটা এআই চ্যাটবোট
হোয়াটসঅ্যাপের মতো ইনস্টাগ্রামের ক্ষেত্রেও মেটা এআই চ্যাটবোটের সাপোর্ট লক্ষ্য করা যাবে। জানা গিয়েছে, ইনস্টাগ্রামে ডিএম বা ডিরেক্ট মেসেজ ফিচারের ক্ষেত্রে নতুন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত ফিচারের সাপোর্ট পাওয়া যাবে। ইনস্টাগ্রামে ডিএম সেকশনের সার্চ বারে এইআই চ্যাটবোট খুঁজে পাবেন ইউজাররা। একবার এই এআই চ্যাটবোট খুললে ইউজার প্রশ্ন করার সুযোগ পাবেন। তার পরিবর্তে পাবেন উত্তর। শুধু তা নয় ইনস্টাগ্রামে ইউজারকে রিলস, পোস্টের ব্যাপারেও পরামর্শ দেবে এই এআই চ্যাটবোট। আগে থেকে প্রশ্ন তৈরি থাকবে ইউজারের জন্য। এছাড়াও ইউজার নিজে প্রশ্ন তৈরি করে নিতে পারবেন। নির্দিষ্ট কোনও বিষয়ের উপরেও প্রশ্ন করা যাবে ওই এআই চ্যাটবোটকে। এর ভিত্তিতে নির্দিষ্ট রিল, ভিডিও আপনার সামনে হাজির করবে ইনস্টাগ্রামের নতুন ফিচার। এখনও ইনস্টাগ্রামে এআই চ্যাটবোট ফিচার সব ইউজারদের জন্য চালু হয়নি। আপাতত চলছে কাজকর্ম এবং পরীক্ষা নিরীক্ষা। তাই সীমিত সংখ্যক ইউজারের কাছে হয়তো ইনস্টাগ্রামে এই ফিচার উপলব্ধ হয়েছে। তবে সকলের জন্যে এই এআই ফিচার চালু হতে আর খুব বেশি দেরি নেই বলেই অনুমান।
আরও পড়ুন- ভারতে দাম কমেছে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনের, এখন কত টাকায় কিনতে পারবেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।