Samsung Galaxy A34 5G: ভারতে দাম কমেছে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনের, এখন কত টাকায় কিনতে পারবেন?
Samsung Phone Price Cut: স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন কেনার ক্ষেত্রে নো-কস্ট ইএমআই- এর সুবিধা পাবেন ক্রেতারা।
Samsung Galaxy A34 5G: ভারতে দাম কমেছে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি (Samsung Galaxy A34 5G) ফোনের। ৬০০০ হাজার টাকার বেশি ছাড় পেতে চলেছে ক্রেতারা। বিভিন্ন ব্যাঙ্ক অফার এবং পেমেন্ট ডিসকাউন্ট যুক্ত হয়েছে এই ফোনের দাম এতটা কমেছে। গত বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি (Samsung Galaxy A54 5G) ফোনের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন। এই ডিভাইসে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর।
দেখে নেওয়া যাক দাম কমার পর এখন স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন কত টাকায় কেনা যাবে ভারতে
স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেল ভারতে লঞ্চ হয়েছিল ৩০,৯৯৯ টাকায়। এখন সেই ফোন কেনা যাবে ২৪,৪৯৯ টাকায়। অর্থাৎ ৬৫০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। অন্যদিকে এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম লঞ্চের সময় ছিল ৩২,৯৯৯ টাকা। এখন এই ভ্যারিয়েন্ট কেনা যাবে ২৬,৪৯৯ টাকায়। এক্ষেত্রেও ৬৫০০ টাকা ছাড় রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন কেনার ক্ষেত্রে আর কী কী সুবিধা রয়েছে ক্রেতাদের জন্য
এই ফোন কেনার ক্ষেত্রে নো-কস্ট ইএমআই- এর সুবিধা পাবেন ক্রেতারা। মাসে দিতে হবে ৪০৭৩ টাকা। অন্যদিকে এমনি ইএমআই অপশনের ক্ষেত্রে মাসে ১১৮৭ টাকা দিতে হবে হবে ক্রেতারা। স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে যদি একসঙ্গে অনেক টাকার কেনাকাটা এবং পেমেন্ট করা হয় তাহলে থাকছে ছাড় পাওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার। অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন কিনলে আরও বেশ কিছুটা ছাড় পেতে পারেন ক্রেতারা। তার ফলে ফোনের দাম আরও খানিকটা কমে যাবে।
স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে
- এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। এছাড়াও রয়েছে ৬.৬ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং এই স্ক্রিনে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস রেজোলিউশন।
- এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর রয়েছে যার সঙ্গে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে এলইডি ফ্ল্যাশও রয়েছে। আর প্রাইমারি সেনসরের সঙ্গে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাজেশন ফিচারের সাপোর্ট।
- স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।