Meta Verified: ভারতে চালু মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন, মোবাইল অ্যাপে মাসে খরচ কত?
Meta: মোবাইল অ্যাপের ক্ষেত্রে আইওএস হোক বা অ্যান্ড্রয়েড, দু'ক্ষেত্রেই ইউজাররা মাসে ৬৯৯ টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন নিতে পারবেন।
Meta Verified: ভারতে সাবস্ক্রিপশন চালু করল মেটা (Meta)। সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার অধীনে রয়েছে ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram) এবং হোয়াটসঅ্যাপ (Whatsapp)। ভারতে সম্প্রতি মেটা মোবাইল অ্যাপের জন্য ভেরিফায়েড সার্ভিস চালু করেছে। একমাসের সাবস্ক্রিপশনের খরচ ৬৯৯ টাকা। শোনা যাচ্ছে, আগামী মাসে ওয়েব মাধ্যমেও সাবস্ক্রিপশন চালু করতে চলেছে মেটা। সেক্ষেত্রে একমাসের সাবস্ক্রিপশনের খরচ হতে পারে ৫৯৯ টাকা। অর্থাৎ মোবাইল অ্যাপের থেকে ১০০ টাকা কম।
মেটা ভেরিফায়েড
মোবাইল অ্যাপের ক্ষেত্রে আইওএস হোক বা অ্যান্ড্রয়েড, দু'ক্ষেত্রেই ইউজাররা মাসে ৬৯৯ টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন নিতে পারবেন। ভেরিফায়েড অ্যাকাউন্ট সাবস্ক্রিপশনের জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউজারদের নিজেদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে কোনও সরকারি আইডি-র মাধ্যমে। মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন নিলে ইউজারদের অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকবে। ইউজারের বয়স ১৮ বছরের ঊর্দ্ধে হলে তবেই তাঁরা মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন নিতে পারবেন। এছাড়াও অ্যাকাউন্টের ক্ষেত্রে নূন্যতম অ্যাক্টিভিটি বজায় রাখতে হবে।
যে প্রোফাইলের জন্য মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশনের আবেদন জানানো হচ্ছে সেখানে যে নাম এবং ছবি রয়েছে সেটার সঙ্গে মানানসই একটি সরকারি প্রমাণপত্র জমা দিতে হবে ইউজারদের। ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে মেটার এই ভেরিফায়েড সাবস্ক্রিপশন নেওয়া যাবে। দু'ক্ষেত্রেই নিয়ম একই।
ট্যুইটার ব্লু ভেরিফায়েড সাবস্ক্রিপশন
মেটার আগে ট্যুইটার তাদের ব্লু ভেরিফায়েড সাবস্ক্রিপশন ভারতে চালু করেছে। এক্ষেত্রে মোবাইল ডিভাইসে খরচ মাসে ৯০০ টাকা এবং ওয়েব ভার্সানে মাসে ৬৫০ টাকা। চলতি বছরেই ট্যুইটার ব্লু চালু হয়েছে ভারতে। ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর ঘোষণা করেছিলেন যেকোনও ইউজার অর্থের বিনিময়ে ট্যুইটারে ব্লু টিক কিনতে পারবেন। আগে ইউজারদের ব্লু টিক চেয়ে ট্যুইটার কর্তৃপক্ষকে আবেদন জানাতে হতো। আবেদন অনুসারে ট্যুইটার সংস্থা ইউজারদের বেছে নিয়ে তাঁদের ব্লু টিক প্রদান করত। তবে বর্তমানে যেকোনও ইউজার টাকার বিনিময়ে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন কিনে নিতে পারবেন।