Microsoft outage CrowdStrike: থমকে গেল মাইক্রোসফট? CrowdStrike আসলে কী? কেন বিশ্বজুড়ে মুখ থুবড়ে পড়ল পরিষেবা?
Windows Server Down: কেন সার্ভারে ধাক্কা লেগেছে? কী কারণে এত সমস্যা তৈরি হল? পিছনে রয়েছে প্রযুক্তির একটি জট, কী এই CrowdStrike
কলকাতা: প্রযুক্তিতে একটা ছোট্ট হোঁচট। আর তাতেই মুখ থুবড়ে পড়েছে গোটা বিশ্ব-অর্থনীতি। ধাক্কা খেয়েচে স্টক মার্কেট, হোঁচট খেয়েছে বিমান চলাচল ব্য়বস্থা। মূলত আমেরিকায় এই ধাক্কা দেখা গেলেও, ভারতেও সমস্যা দেখা গিয়েছে। এই গোটা সমস্যা তৈরি হয়েছে মাইক্রোসফটের সফটওয়ারের জন্য।
কী সমস্যা?
সাধারণত বারবার নীল রঙের স্ক্রিন হয়ে যাচ্ছে। নিজে থেকে মেশিন শাট ডাউন হয়ে যাচ্ছে বা রিস্টার্ট হয়ে যাচ্ছে। বলা হচ্ছে ক্রাউডস্ট্রাইক আপডেটের কারণে এই সমস্যা তৈরি হয়েছে। কিন্তু এটি আসলে কী?
CrowdStrike কী?
ক্রাউডস্ট্রাইক একটি সাইবার নিরাপত্তা প্ল্য়াটফর্ম যেটি ব্যবহারকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সাইবার নিরাপত্তা দিয়ে থাকে। সিঙ্গল সেন্সর এবং ইউনিফায়েড থ্রেট ইন্টারফেসের মাধ্য়মে নানাবিধ উন্নত প্রযুক্তির সাহায্যে আইডেন্টিটি থ্রেট আটকানোর কাজ করে। মূলত কোনওরকম সাইবার অ্যাটাকের বিরুদ্ধে একটি নিরাপত্তা স্তর তৈরি করার কাজ করে। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত রিপোর্টে বলা হচ্ছে, কোনও Bugg-বা ত্রুটির জন্য CrowdStrike-এর ফ্যালকন সেন্সর গন্ডগোল করেছে এবং উইন্ডোজ সিস্টেমের কাজে বাধা দিয়েছে। এই সমস্যার কথা স্বীকার করা হয়েছে ক্রাউডস্ট্রাইকের তরফে। সমস্যা মেটাতে প্রযুক্তিবিদরা কাজ করছেন বলে জানানো হয়েছে।
blue screen of death কী?
এই blue screen of death আসলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি সফটঅয়্যারগত সমস্যা। এর ফলে বারবার ক্র্যাশ করে সিস্টেম। এই সমস্যা হলে বারবার রিস্টার্ট করে কম্পিউটার। যাবতীয় Unsaved data নষ্ট হয়ে যায়।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই বিভ্রাট আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ভারত সহ ইউরোপীয় দেশগুলিতে দেখা গেছে। সহজ উপায়ে বোঝার জন্য, সারা বিশ্বের কোম্পানি ক্রাউডস্ট্রাইক ব্যবহার করছে। রিপোর্ট অনুযায়ী, CrowdStrike-এর সার্ভার ক্র্যাশ হয়েছে। এ কারণে মাইক্রোসফটে এর ব্যাপক প্রভাব পড়েছে। বিপুল সংখ্যক মানুষ পিসি-ল্যাপটপ ব্যবহার করতে পারছেন না। লোকেরা রিকভারি মোডে পিসি ব্যবহার করছে যা BSOD এরর নামে পরিচিত। সার্ভার হল এক ধরনের সিস্টেম যা একটি নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত কম্পিউটার এবং ডিভাইসগুলিতে পরিষেবা দেয়। এই পরিষেবাগুলি অনেক ধরনের হতে পারে। এতে ডাটাবেস, হোস্টিং, ইউজার এক্সেস কন্ট্রোল সহ অনেক কিছু রয়েছে। সার্ভারের কাজ হল ডেটা সংগ্রহ করা এবং এর সাথে সংযুক্ত ডিভাইসগুলিতে সুবিধা প্রদান করা। এমন সমস্যায় বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক লেনদেন, সামগ্রিক ব্য়বস্থাপনা প্রবল ধাক্কা খায়।
আরও পড়ুন: খাবার দিচ্ছে রোবট অনন্যা! তাক লাগাচ্ছে বাংলার এই রেস্তরাঁ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।