![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Motorola Smartphone: আজ ভারতে লঞ্চ হবে মোটোরোলা Edge সিরিজের দু'টি ফোন, কোন কোন মডেল আসছে?
Motorola Edge Series: মোটোরোলা এজ ৩০ আলট্রা এবং মোটোরোলা এজ ৩০ ফিউশন- এই দুই ফোন লঞ্চ হতে চলেছে।
![Motorola Smartphone: আজ ভারতে লঞ্চ হবে মোটোরোলা Edge সিরিজের দু'টি ফোন, কোন কোন মডেল আসছে? Moto Edge 30 Ultra and Moto Edge 30 Fusion launching in India 13 September Know Other Details Motorola Smartphone: আজ ভারতে লঞ্চ হবে মোটোরোলা Edge সিরিজের দু'টি ফোন, কোন কোন মডেল আসছে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/13/84ea675af508435143ad3a7c18ff8c5a1663010198402485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Motorola Smartphone: আজই ভারতে লঞ্চ হবে মোটরোলা Edge সিরিজের (Motorla Edge Series) দু’টি নতুন ফোন Moto Edge 30 Ultra এবং Moto Edge 30 Fusion। মোটোরোলা Edge সিরিজের এই আলট্রা মডেল হল একটি ফ্ল্যাগশিপ ফোন। অন্যদিকে ফিউশন মডেলটি একটি মাঝারি রেঞ্জের প্রিমিয়াম স্মার্টফোন। লঞ্চের আগে মোটোরোলা Edge সিরিজের এই দুই ফোনের সম্ভাব্য কিছু ফিচার ও স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।
প্রসেসর
মোটোরোলা এজ ৩০ ফিউশন ফোনে থাকবে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর। অন্যদিকে মোটো এজ ৩০ আলট্রা ফোনে থাকবে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর।
ক্যামেরা
মোটোরোলা এজ ৩০ ফিউশন ফোনের রেয়ার প্যানেলে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং একটি ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এছাড়াও এই ফোনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে।
ডিসপ্লে
একটি ৬.৫ ইঞ্চির pOLED ডিসপ্লে থাকতে পারে মোটোরোলা এজ ৩০ ফিউশন ফোনে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। এছাড়াও এই ডিসপ্লের উপর থাকতে পারে HDR 10+ সাপোর্ট। এই ফোনে কার্ভড ডিসপ্লে থাকবে বলে শোনা গিয়েছে। কালো এবং সোনালি এই দুই রঙে লঞ্চ হতে পারে মোটোরোলা এজ ৩০ ফিউশন ফোন।
ব্যাটারি
মোটোরোলা এজ ৩০ ফিউশন ফোনে একটি ৪৪০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। ১০ মিনিটের চার্জে একদিন পুরো ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি করেছে মোটোরোলা কর্তৃপক্ষ। Dolby Atmos সাপোর্ট যুক্ত সাউন্ড ফিচার থাকতে পারে এই ফোনে। এছাড়াও এই ফোনে থাকতে পারে Android 12 out of the box সাপোর্ট। এছাড়াও এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার কথা রয়েছে।
মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোন
এই ফোনে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রেয়ার ক্যামেরা সেনসরে একটি ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর থাকতে পারে। এই ফোনে ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকারও সম্ভাবনা রয়েছে। এই ফোনে ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারও থাকতে পারে। মাত্র ৭ মিনিট চার্জ দিলে একদিন পুরো চার্জ থাকবে এই ফোনে। এর পাশাপাশি শোনা যাচ্ছে এই ফোন একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে।
আরও পড়ুন- ভারতের বাজারে হাজির নয়া স্মার্ট গ্লাস, রয়েছে ইনবিল্ট স্পিকার, মাইক্রোফোন ও আরও অনেক ফিচার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)