Motorola G04: মোটো জি০৪ ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে? নজর কেড়ে নেবে কোন কোন ফিচার?
Motorola Smartphone: কালো, নীল, সবুজ এবং কমলা রঙে ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি০৪ ফোন। অ্যাড্রয়েড ১৪- র সাপোর্ট থাকবে মোটোরোলা 'জি' সিরিজের আসন্ন ফোনে।
Motorola G04: মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series) নতুন ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৫ ফেব্রুয়ারি। এবার লঞ্চ হবে মোটো জি০৪ (Moto G04) ফোন। ইতিমধ্যেই ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart) একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে এই ফোনের জন্য। তার থেকে অনুমান, মোটো জি০৪ ভারতে লঞ্চের পর কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। মোটোরোলা 'জি' সিরিজের এই ফোনে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি Unisoc T606 প্রসেসর থাকবে। এর সঙ্গে ৬ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকবে। মোটো জি০৪ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে।
কালো, নীল, সবুজ এবং কমলা রঙে ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি০৪ ফোন। অ্যাড্রয়েড ১৪- র সাপোর্ট থাকবে মোটোরোলা 'জি' সিরিজের আসন্ন ফোনে। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টের ভারতে লঞ্চ হতে পারে মোটো জি০৪ ফোন। ভার্চুয়াল র্যামের ফিচার রয়েছে এই ফোনে। তার সাহায্যে ফোনের অনবোর্ড মেমোরি ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। মোটো জি০৪ ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। তার সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ থাকার কথা রয়েছে। শোনা গিয়েছে, মোটো জি০৪ ফোনে একবার পুরো চার্জ দিলে প্রায় ১০২ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম এবং সর্বোচ্চ ২২ ঘণ্টার টক টাইম পাওয়া যাবে। Dolby Atmos টেকনোলজি সম্পন্ন স্টিরিও স্পিকার রয়েছে মোটোরোলার এই ফোনে।
বিশ্বের কয়েকটি দেশে মোটো জি০৪ ফোন আগেই লঞ্চ হয়েছে। এবার আসতে চলেছে ভারতে। এখনও এই ফোনের দাম সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও নির্দিষ্ট তথ্য কমই প্রকাশ্যে এসেছে। তবে লঞ্চের আগে মোটোরোলা সংস্থা তাদের এই ফোন সম্পর্কে আরও তথ্য প্রকাশ করবে বলে অনুমান প্রযুক্তি বিশেষজ্ঞদের।
সম্প্রতি ভারতে মোটোরোলা 'জি' সিরিজের একটি ফোনের বিক্রি শুরু হয়েছে
মোটো জি২৪ পাওয়ার- এই ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। মোটো জি২৪ পাওয়ার ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। পুরনো ফোনের পরিবর্তে এই ফোন কিনলে এক্সচেজ অফার হিসেবে ৭৫০ টাকা ফ্ল্যাট এক্সচেঞ্জ পাবেন ক্রেতারা। তার ফলে দু'টি ভ্যারিয়েন্টের দাম কমে হবে যথাক্রমে ৮২৪৯ টাকা এবং ৯২৪৯ টাকা।
আরও পড়ূন- ভারতে কবে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই২০০ই ৫জি ফোন? কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?