Moto G34 5G: মোটো জি৩৪ ৫জি ভারতে লঞ্চ হতে চলেছে দ্রুত, এই ফোনে কী কী ফিচার থাকতে পারে?
Motorola Smartphone: টিপস্টার মুকুল শর্মার দাবি চিনের ভ্যারিয়েন্টের মতো ভারতেও মোটো জি৩৪ ৫জি ফোন লঞ্চ হবে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর নিয়েই লঞ্চ হবে।
Moto G34 5G: ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলা সংস্থার 'জি' সিরিজের (Motorola G Series Phone) নতুন ফোন। গতমাসে অর্থাৎ ডিসেম্বর চিনে লঞ্চ হয়েছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর নিয়ে। এবার ভারতের পালা। যদিও মোটোরোলা সংস্থা তাদের মোটো জি৩৪ (Moto G34) ফোনের লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। সম্প্রতি অবশ্য বিভিন্ন সূত্রে আভাস পাওয়া গিয়ে যে ৯ জানুয়ারি এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। টিপস্টার মুকুল শর্মা এক্স মাধ্যমে এই দাবি জানিয়েছেন।এর পাশাপাশি এটাও শোনা গিয়েছে যে, মোটোরোলা জি৩৪ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। চিনে এই ফোন লঞ্চ হয়েছিল ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে নিয়ে যার রিফ্রেশ রেট ছিল ১২০ হার্টজ। এছাড়াও ছিল ৫০০০ এমএএইচ ব্যাটারি। টিপস্টার মুকুল শর্মার দাবি চিনের ভ্যারিয়েন্টের মতো ভারতেও মোটো জি৩৪ ৫জি ফোন লঞ্চ হবে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর নিয়েই লঞ্চ হবে। এই সেগমেন্টে এটিই ফাস্টেস্ট ৫জি মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে। মোটো জি৩২ ফোন এর আগে ভারতে লঞ্চ হয়েছে। তারই সাকসেসর হিসেবে মোটো জি৩৪ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে।
মোটো জি৩৪ ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন (চিনে লঞ্চ হওয়া মডেলের সাপেক্ষে)
- এই ফোন অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্টে পরিচালিত হয়। এখানে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- মোটো জি৩৪ ৫জি ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ। এই ফোনের র্যামের পরিমাণ আরও ৮ জিবি বাড়ানো যাবে ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে এবং ভার্চুয়াল ভাবে।
- এই ফোনের ডুয়াল রেয়ার রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য। এই ফোনের ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে এবং সেখানে ডলবি অ্যাটমোশ সাপোর্ট রয়েছে।
- মোটো জি৩৪ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।