Motorola 5G Phone: ভারতে আসছে মোটোরোলার নতুন ৫জি ফোন, একসঙ্গে কানেক্ট করা যাবে দুই ডিভাইসে
Motorola Phones: মোটোরোলার স্মার্ট কানেক্ট ফিচার থাকতে পারে এই ফোনে। এর সাহায্যে একসঙ্গে দুটো ডিভাইস যেমন ট্যাব ও ল্যাপটপ কিংবা ডেস্কটপে কানেক্ট করা যাবে ফোন। অর্থাৎ ডুয়াল পেয়ারিং সম্ভব।
Motorola 5G Phone: ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলার নতুন ৫জি ফোন (Moto G45 5G Phone)। এবার লঞ্চ হবে মোটো জি৪৫ ৫জি ফোন। ভারতে এর আগেও মোটোরোলা সংস্থার 'জি' সিরিজের (Moto G Series) একাধিক ৫জি ফোন (5G Phone) লঞ্চ হয়েছে। সেগুলি যথেষ্ট জনপ্রিয়ও হয়েছে। তাই আবারও মোটোরোলা সংস্থা 'জি' সিরিজের ঝাঁ-চকচকে একটি ৫জি ফোন ভারতে লঞ্চ করতে চলেছে। আগামী ২১ অগস্ট দুপুর ১২টায় এই ফোন দেশে লঞ্চ হতে চলেছে। নীল, সবুজ ও ম্যাজেন্টা রঙে মোটো জি৪৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য ডিজাইন প্রকাশ্যে এসেছে। ভেগান লেদার ফিনিশ দেখা যাবে মোটোরোলার আসন্ন ফোনে। জানা গিয়েছে, ভারতে লঞ্চের পর মোটো জি৪৫ ৫জি ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। এই ফোনে থাকতে পারে কোয়ালকএম্র স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট। এছাড়াও এই ফোনে দেখা যেতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর দেখা যাবে বলে শোনা গিয়েছে।
মোটো জি৪৫ ৫জি ফোনের সম্ভাব্য ডিজাইন
এই ফোনের ব্যাক প্যানেলে দেখা যাবে আয়তাকার ক্যামেরা রেয়ার ক্যামেরা মডিউল। সেখানে দুটো আলাদা গোলাকার স্লট থাকবে যেখানে সাজানো থাকবে ক্যামেরা সেনসরগুলি। এছাড়াও থাকবে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট, সেটি আবার লম্বালম্বি থাকবে। ফোনের ডানদিকের সাইডের অংশে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন সাজানো থাকতে। ফোনের নীচের দিকে থাকবে ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি স্পিকার গ্রিল এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। মোটো জি৪৫ ৫জি ফোনে ফ্ল্যাট ডিসপ্লে থাকবে বলে শোনা গিয়েছে। ফোনের বাঁদিকের অংশে একটি সিম ট্রে স্লট থাকবে। ফোনের ডিসপ্লের উপর হোল পাঞ্চ স্লটে সাজানো থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর।
মোটো জি৪৫ ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে দেখে নিন
- ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে এই ফোনে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ এবং ডিসপ্লের উপর কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন লেয়ার থাকতে পারে।
- এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজের সাপোর্ট থাকতে পারে। অন্যান্য র্যাম এবং স্টোরেজ নিয়েও এই ফোন লঞ্চ হতে পারে।
- কোয়াড পিক্সেল ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে মোটো জি৪৫ ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা রয়েছে।
- মোটোরোলার স্মার্ট কানেক্ট ফিচার থাকতে পারে এই ফোনে। এর সাহায্যে একসঙ্গে দুটো ডিভাইস যেমন ট্যাব ও ল্যাপটপ কিংবা ডেস্কটপে কানেক্ট করা যাবে ফোন। অর্থাৎ ডুয়াল পেয়ারিং সম্ভব।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।