Motorola Smartphone: ভারতে আসছে মোটোরোলা 'জি' সিরিজের নতুন ফোন, কী কী ফিচার থাকতে পারে?
Moto G54 5G: জানা গিয়েছে, মোটো জি৫৩ ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে মোটো জি৫৪ ৫জি ফোন।
Motorola Smartphone: মোটো জি৫৪ ৫জি (Moto G54 5G) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ৬ সেপ্টেম্বর এই ফোন লঞ্চ হবে দেশে। এর মধ্যেই এই ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, মোটো জি৫৪ ৫জি ফোনে থাকতে চলেছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ প্রসেসর। এছাড়াও থাকবে কটি ৬০০০ এমএএইচ ব্যাটারি। দুটো রঙ এবং দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে মোটো জি৫৪ ৫জি ফোন। জানা গিয়েছে, মোটো জি৫৩ ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে মোটো জি৫৪ ৫জি ফোন।
এখনও পর্যন্ত এই ফোন সম্পর্কে কী কী তথ্য প্রকাশ্যে এসেছে
- লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে কারণ এই ই-কমার্স সংস্থায় মাইক্রোসাইট তৈরি হয়েছে উল্লিখিত ফোনের জন্য।
- নীল এবং সবুজ রঙে ভারতে লঞ্চ হতে পারে মোটো জি৫৪ ৫জি ফোন। ডিভাইসে থাকতে পারে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ।
- অ্যান্ড্রয়েড ১৩ সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও অ্যান্ড্রয়েড ১৪ আপগ্রেড এবং সিকিউরিটি আপগ্রেড পাওয়া যাবে ৩ বছরের জন্য।
- ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে এই ফোনে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
- মোটো জি৫৪ ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এই রেয়ার ক্যামেরা সেনসরের অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকতে পারে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের একটি সেনসর থাকতে পারে সেখানে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকার সম্ভাবনা রয়েছে। ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে মোটো জি৫৪ ৫জি ফোনে।
- মোটোরোলা 'জি' সিরিজের আসন্ন ফোনে স্টিরিও স্পিকারের সাপোর্ট এবং সেখানে Dolby Atmos ও Moto Spatial Sound- এর ফিচার থাকবে বলে জানা গিয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় নষ্ট হবে না এই ফোন। ডুয়াল সিম, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট থাকতে পারে এই ফোনে।
ভারতে হাজির ইনফিনিক্সের নতুন ফোন
ইনফিনিক্স জিরো ৩০ ৫জি (Infinix Zero 30 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। ইনফিনিক্স (Infinix Smartphone) জিরো ২০ মডেলের সাকসেসর হিসেবে এই মডেল লঞ্চ হয়েছে। নতুন এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত র্যাম। এই ফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ইনফিনিক্স জিরো ৩০ ৫জি ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফ্লিপকার্টে এই ফোনের জন্য প্রি-অর্ডার শুরু হয়েছে। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। ৮ সেপ্টেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে।
আরও পড়ুন- মোটো জি৮৪ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কী কী ফিচার-স্পেসিফিকেশন রয়েছে?