Motorola Smartphone: মোটো জি৮৪ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কী কী ফিচার-স্পেসিফিকেশন রয়েছে?
Moto G84 5G: এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে ৮ সেপ্টেম্বর থেকে। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।
Motorola Smartphone: মোটো জি৮৪ ৫জি (Moto G84 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। একটিই স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ হয়েছে মোটো জি৮৪ ৫জি ফোন। এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এছাড়াও রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটো জি৮২ ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হয়েছে এই ফোন।
মোটো জি৮৪ ফোনের ভারতে দাম কত
এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে ৮ সেপ্টেম্বর থেকে। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। Viva Magenta এবং Marshmallow Blue - এই দুই রঙে লঞ্চ হয়েছে মোটো জি৮৪ ৫জি ফোন। এছাড়াও জানা গিয়েছে, Midnight Blue 3D acrylic glass finish variant- এও পাওয়া যাবে মোটো জি৮৪ ৫জি ফোন।
মোটো জি৮৪ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস pOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে।
- মোটো জি৮৪ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ৮ মেগাপিক্সেলের আর একটি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- মোটো জি৮৪ ৫জি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
- মোটো জি৮৪ ৫জি ফোন একটি IP54 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে।
ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৭ প্রো ৫জি ফোন
আইকিউওও জেড৭ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। দুটো রঙে এবং দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। আগামী ৫ সেপ্টেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে অ্যামাজন এবং আইকিউওও সংস্থার ওয়েবসাইট থেকে।
আরও পড়ুন- 'এক্স' মাধ্যমে আসছে ভিডিও-অডিও কলের সুবিধা, ঘোষণা এলন মাস্কের