Moto Tab G62: ৭৭০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হল মোটো জি৬২ ট্যাব, দাম কত?
Motorola Tablet: ভারতে লঞ্চ হয়েছে মোটো ট্যাব জি৬২। এই ট্যাবের দাম ও ফিচারগুলো দেখে নিন।
Moto Tab G62: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলার নতুন ট্যাব মোটো ট্যাব জি৬২ (Moto Tab G62)। জানা গিয়েছে, মোটোরোলার এই ট্যাবলেটে (Motorola Tab) রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৪জিবি LPDDR4X র্যাম। এছাড়াও রয়েছে একটি ১০.৬১ ইঞ্চির IPS LCD ডিসপ্লে। সেখানে আবার রয়েছে 2K+ রেজোলিউশন। মোটোরোলার নতুন ট্যাবে একটি ৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার সেনসর রয়েছে। এর সঙ্গে রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
ভারতে মোটো ট্যাব জি৬২- র (Moto Tab G62) দাম এবং উপলব্ধতা
মোটো ট্যাব জি৬২- র ওয়াই ফাই অনলি ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এছাড়াও LTE ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। মোটোরোলার এই ট্যাবের ওয়াই ফাই ভ্যারিয়েন্ট বর্তমানে কেনা যাচ্ছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। ফ্রস্ট ব্লু রঙে লঞ্চ হয়েছে মোটো ট্যাব জি৬২- এর ওয়াই ফাই ভ্যারিয়েন্ট। অন্যদিকে এই ট্যাবের LTE ভ্যারিয়েন্ট এখন প্রি-অর্ডার দেওয়া যাচ্ছে। আগামী ২২ অগস্ট দুপুর ১২টা থেকে ফ্লিপকার্টের মাধ্যমে শুরু হবে বিক্রি।
মোটো ট্যাব জি৬২- র বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট রয়েছে মোটোরোলার এই ট্যাবে। এছাড়াও রয়েছে ৪জি নেটওয়ার্ক। একটি ছোট ন্যানো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ডের স্লট রয়েছে এই ট্যাবে। জানা গিয়েছে, ইউজারদের যাতে এই ট্যাবে কিছু দেখতে চোখে অসুবিধা না হয় সেই জন্য রয়েছে TUV Rheinland blue light emission সার্টিফিকেট।
- মোটোরোলার নতুন ট্যাবে ৪ জিবি র্যামের সঙ্গে রয়েছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ট্যাব IP52 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
- মোটো জি৬২ ট্যাবে রয়েছে একটি কোয়াড স্পিকার সেটআপ। সেখানে রয়েছে ডলবি অ্যাটমোস সাপোর্ট। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ট্যাবে রয়েছে ব্লুটুথ ভি ৫.১, ডুয়াল ব্যান্ড ওয়াই ফাই, টাইপ- সি ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক রয়েছে।
- এছাড়াও এই ট্যাবে রয়েছে GPS/ A-GPS, GLONASS, ফেস আনলক ফিচারের সাপোর্ট। আর রয়েছে ৭৭০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি এবং ২০ ওয়াটের চার্জিং সাপোর্ট। মোটোরোলা সংস্থা জানিয়েছে তাদের এই ট্যাবের ওজন ৪৬৫ গ্রাম।
আরও পড়ুন- ১৩ ইঞ্চির বিভাগে সবথেকে পাতলা ও হালকা ল্যাপটপ ! জানুন, ডেলের এই ডিভাইসের ফিচার ও দাম