Motorola Edge 30 Neo: লঞ্চের আগেই স্পেকস প্রকাশ্যে, মোটোর এই ফোন মিনিটেই চার্জ হবে
Motorola Phones: এই স্মার্টফোনটি চলতি মাসেই ৮ সেপ্টেম্বর লঞ্চ হতে পারে। এই ফোনের স্পেসিফিকেশন নিয়ে অনেক কথা বলা হয়েছে। কিন্তু ফোনের দাম সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি।
Motorola Edge 30 Neo Specification: অনেকদিন ধরেই চলছিল জল্পনা। সেপ্টেম্বরেই নতুন সিরিজ লঞ্চ করতে চলেছে Motorola। রিপোর্ট বলছে, লঞ্চের আগেই এই স্মার্টফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেছে। ফোনের ব্যাটারি, প্রসেসর ও স্টোরেজ সম্পর্কে তথ্য দিয়েছেন টিপস্টার যোগেশ ব্রার। যোগেশের বিবরণ অনুসারে, এই ফোনে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর থাকতে পারে। ফোনে আরও পেতে পারেন 120Hz রিফ্রেশ রেট সহ ফুল এইচডি প্লাস ডিসপ্লে।
Motorola Phones: রিপোর্টে বলা হয়েছে এই স্মার্টফোনটি চলতি মাসেই ৮ সেপ্টেম্বর লঞ্চ হতে পারে। এই ফোনের স্পেসিফিকেশন নিয়ে অনেক কথা বলা হয়েছে। কিন্তু ফোনের দাম সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি। এই স্মার্টফোনের স্পেসিফিকেশন দেখে এর দাম অনুমান করা হচ্ছে। টেক সাইটগুলির মতে যা 25,000 থেকে 32,000 টাকার মধ্যে হতে পারে।জেনে নিন, মোটোরোলার নতুন স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন।
Motorola Edge 30 Neo Display: ডিসপ্লে কেমন হবে ফোনের ?
খবর অনুযায়ী টিপস্টার জানিয়েছেন, ফোনে একটি 6.2-ইঞ্চি OLED ডিসপ্লে থাকতে পারে। এই স্মার্টফোনে Snapdragon 695 চিপসেট কাজ করতে পারে, যা Moto G82 5G-তেও আগে দেখা গিয়েছে।
Motorola Edge 30 Neo Camera: ক্যামেরা নিয়ে কী তথ্য ফাঁস ?
বলা হচ্ছে যে, Motorola Edge 30-এ থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা, যার প্রধান লেন্স হবে 64MP। এর সঙ্গে এই স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা 32 MP এর হতে পারে। সেকেন্ডারি সেন্সরের জন্য এতে একটি আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেখা যাবে, যা 13MP এর হবে।
Motorola Edge 30 Neo OS : কী অপারেটিং সিস্টেম থাকবে ফোনে ?
এই স্মার্টফোনের অপারেটিং সিস্টেম সম্পর্কে কথা বলতে গেলে এতে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম সহ 'আউট অফ দ্য বক্স' সিস্টেম পেতে পারেন। ব্যাটারির ক্ষেত্রে এই ফোনে একটি 4020mAh ব্যাটারি দেওয়া যেতে পারে, যার সঙ্গে 33W ফাস্ট চার্জিং সাপোর্টও পাওয়া যাবে।
Motorola Edge 30 Neo Storage: কত জিবি স্টোরেজ ?
ফোন নির্মাতারা সাধারণত কেবল 128 GB পর্যন্ত স্টোরেজ দেয়। কিন্তু Motorola স্মার্টফোনের এই সিরিজে ভ্যারিয়েন্টে আরও অপশন পেতে পারেন। Motorola Edge 30 6GB RAM ও 128GB ভ্যারিয়েন্ট ও 8GB RAM 256GB ভ্যারিয়েন্টে আসতে পারে। যারা Motorola ভালোবাসেন তাদের জন্য এটি একটি বড় সুখবর।
আরও পড়ুন : WhatsApp Tips: হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ দেখতে চাইছেন ? রইল এই সহজ উপায়