Motorola Smartphones: মোটোরোলা এজ ৫০ প্রো ফোন সম্পর্কে এতদিনে কী কী তথ্য জানা গিয়েছে? রইল তারই তালিকা
Motorola Edge 50 Pro: সম্ভবত ৩ এপ্রিল মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনের সঙ্গে লঞ্চ হতে পারে মোটরোলা এজ ৫০ প্রো ফোন। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও।
Motorola Smartphone: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে মোটরোলা এজ ৫০ প্রো (Motorola Edge 50 Pro) ফোন। ফ্লিপকার্টে এই ফোনের ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। এর থেকে অনুমান, ভারতে লঞ্চের পর এই ই-কমার্স (Flipkart) সংস্থা থেকেই মোটোরোলার নতুন ফোন কেনা যাবে। মোটোরোলা 'এজ' সিরিজের (Motorola Edge Series) এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কেও বেশ কিছু তথ্য জানা গিয়েছে। অন্তত তিনটি রঙে এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে থাকতে পারে কার্ভড pOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হতে পারে। এই ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে। মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর।
এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। যদিও মোটোরোলা ইন্ডিয়া এক্স মাধ্যমে জানিয়েছে, মোটোরোলা এজ ৫০ প্রো ফোন ভারতে দ্রুত লঞ্চ হতে পারে। এই ফোনের কার্ভড স্ক্রিনের উপরের দিকে মাঝবরাবর থাকবে পাঞ্চ হোল কাট আউট। সেখানে সজ্জিত থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। সম্ভবত ৩ এপ্রিল মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনের সঙ্গে লঞ্চ হতে পারে মোটরোলা এজ ৫০ প্রো ফোন। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও।
একনজরে দেখে নেওয়া যাক মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের সম্পর্কে এতদিনে কী কী তথ্য জানা গিয়েছে
- মোটোরোলা 'এজ' সিরিজের আসন্ন ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। কালো, পার্পল এবং সাদা রঙে লঞ্চ হতে পারে এই ফোন। এছাড়াও এই ফোনে একটি অপটিকাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলে জানা গিয়েছে।
- মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে ৬.৭ ইঞ্চির pOLED ডিসপ্লে থাকতে পারে যেখানে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের সাপোর্ট থাকতে পারে। এই উপরে সুরক্ষার জন্য থাকতে পারে কর্নিং গোরিলা গ্লাস ৫ কোটিং। এছাড়াও থাকতে পারে SGS Eye protection, যার মাধ্যমে ব্লু লাইট এমিশন অর্থাৎ ফোনের স্ক্রিনের নীলচে আলো নির্গমনের পরিমাণ কমবে।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে। এর সঙ্গে আলট্রা ওয়াইড ক্যামেরা যা ৫০এক্স হাইব্রিড জুম ফিচার যুক্ত এবং একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থাকতে পারে।
- মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর থাকতে পারে। যার সঙ্গে ১২ জিবি র্যাম যুক্ত থাকার কথা রয়েছে।
আরও পড়ুন- ভারতে বিক্রি শুরু পোকো এক্স৬ নিও ফোনের, দাম কত? কী কী অফার রয়েছে?