Moto E13: ৭ হাজার টাকারও কমে ভারতে হাজির মোটোরোলার নতুন স্মার্টফোন, কী কী ফিচার রয়েছে
Motorola Smartphone: মোটো ই১৩ ফোনের প্রসেসর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। এই ইনবিল্ট স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
Moto E13: মোটোরোলা (Motorola Smartphone) ভারতে নতুন ফোন মোটো ই১৩ (Moto E13) লঞ্চ করেছে। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর Unisoc T606 প্রসেসর। এছাড়াও মোটো ই১৩ ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। সেখানে প্রায় ২৩ ঘণ্টার ভিডিও প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে। এই ফোনে রয়েছে ইনবিল্ট স্পিকার যেখানে ডলবি অ্যাটমোস টেকনোলজির সাপোর্ট রয়েছে। মোটো ই১৩ ফোনের ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরার সাহায্যে ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে।
ভারতে মোটো ই১৩ ফোনের দাম
এই ফোনের ২ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৯৯৯ টাকা। অন্যদিকে, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। ফ্লিপকার্ট এবং জিওমার্ট থেকে মোটো ই১৩ ফোন কেনা যাবে। Aurora Green, Cosmic Black, Creamy White- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে মোটো ই১৩ ফোন।
মোটো ই১৩ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো) স্লট। ৪জি সাপোর্ট যুক্ত এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশনের সাহায্যে।
- মোটোরোলার এই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। এখানে একটি অক্টা-কোর Unisoc T606 প্রসেসর রয়েছে।
- মোটো ই১৩ ফোনের প্রসেসর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। এই ইনবিল্ট স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনের রেয়ার প্যানেলে রয়েছে ১৩ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর। অন্যদিকে ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট।