Motorola Smartphones: একধাক্কায় দাম কমল ৯০০০ টাকা ! মোটো এজ ৫০ প্রো ৫জি ফোন ফ্লিপকার্টে কত টাকায় কেনা যাবে ?
Moto Edge 50 Pro 5G Price Cut: পুরনো ফোনের পরিবর্তে মোটো এজ ৫০ প্রো ৫জি ফোন বর্তমানে ফ্লিপকার্ট থেকে কিনতে গেলে ২৮ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা।
Motorola Smartphones: দাম কমেছে মোটো এজ ৫০ প্রো ফোনের (Moto Edge 50 Pro 5G)। এবছর এপ্রিল মাসে লঞ্চ হয়েছে এই মডেল। ভারতে লঞ্চ হওয়া মোটোরোলার এই ফোনে (Motorola Phones) রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। সম্প্রতি মোটো এজ ৫০ প্রো ফোনের দাম কমেছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart India) ওয়েবসাইটে। অর্থাৎ অনলাইনে ফ্লিপকার্ট থেকে এই ফোন কিনলে আপনি অনেকটাই কম দামে কিনতে পারবেন মোট এজ ৫০ প্রো মডেল। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ৩৬,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে এখন এই ফোন কেনা যাবে ২৯,৯৯৯ টাকায়। অর্থাৎ ৭০০০ টাকা কমে পেয়ে যাবে মোটো এজ ৫০ প্রো ফোন। এইচডএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোন কিনলে ২০০০ টাকা ব্যাঙ্ক অফার পাবেন ক্রেতারা। তবে এটি নন-ইএমআই ট্রানজাকশন হতে হবে। তার ফলে ফোনের দাম আরও কমে হবে ২৭,৯৯৯ টাকা। ফ্লিপকার্টে মোটো এজ ৫০ প্রো ফোনের ক্ষেত্রে রয়েছে আরও অনেক অফার। পুরনো ফোনের পরিবর্তে মোটো এজ ৫০ প্রো কিনতে গেলে ২৮ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা।
মোটো এজ ৫০ প্রো ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একঝলকে
- ৬.৭ ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে এই ফোনে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই স্ক্রিনে HDR10+ সাপোর্ট রয়েছে।
- মোটো এজ ৫০ প্রো ৫জি ফোনে রয়েছে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও এই ফোনের র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব।
- একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১২৫ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট রয়েছে মোটোরোলার এই ফোনে। এছাড়াও রয়েছে ৫০ ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট এবং ১০ ওয়াটের ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং।
- মোটো এজ ৫০ প্রো ৫জি ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেই সেটআপে রয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং ম্যাক্রো ভিশন সেনসর যুক্ত ক্যামেরা সেনসর এবং ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেনসর।
- ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।