Infinix Tablet: প্রথমবার ট্যাব লঞ্চ করতে চলেছে ইনফিনিক্স, দাম থাকতে পারে সাধ্যের মধ্যেই, ফিচারে কী কী চমক থাকতে চলেছে?
Infinix First Ever Tab: ইনফিনিক্স সংস্থা ইতিমধ্যেই ভারতে বাজেট সেগমেন্টে একাধিক গ্যাজেট লঞ্চ করেছে। তাই অনুমান, ভারতেও ইনফিনিক্স সংস্থা প্রথম ট্যাব লঞ্চ করবে এবং তার দাম মাঝামাঝি রেঞ্জে থাকবে।
Infinix Tablet: স্মার্টফোন এবং ল্যাপটপ আগেই লঞ্চ করেছে। স্মার্ট টিভিও লঞ্চ হয়ে গিয়েছে। এবার ইনফিনিক্স সংস্থা তাদের প্রথম ট্যাব (Infinix First Tablet) লঞ্চ করতে চলেছে। এখনও আনুষ্ঠানিক ভাবে ইনফিনিক্স সংস্থা কিছু ঘোষণা করেনি। তবে শোনা যাচ্ছে এবার ইনফিনিক্স এক্সপ্যাড (Infinix XPad) নামের প্রথম ট্যাবলেট লঞ্চ করতে চলেছে ইনফিনিক্স সংস্থা (Infinix Tab)। কিছুদিন আগেই গেমিং ল্যাপটপ ইনফিনিক্স জিটি বুক লঞ্চ করেছে এই সংস্থা এবং ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোন। ইনফিনিক্স এক্সপ্যাড ভারতে লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি। তবে ইনফিনিক্স সংস্থা ইতিমধ্যেই ভারতে বাজেট সেগমেন্টে একাধিক গ্যাজেট লঞ্চ করেছে। তাই অনুমান, ভারতেও ইনফিনিক্স সংস্থা প্রথম ট্যাব লঞ্চ করবে এবং তার দাম মাঝামাঝি রেঞ্জে থাকবে। কিন্তু নির্দিষ্ট ভাবে কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে বাজেট সেগমেন্টে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি সবই লঞ্চ করেছে ইনফিনিক্স সংস্থা। অন্যদিকে ইনফিনিক্স এক্সপ্যাড- এর সম্ভাব্য কিছু ফিচার প্রকাশ্যে এসেছে। সেগুলি কী কী দেখে নেওয়া যাক।
মাঝামাঝি রেঞ্জে লঞ্চ হতে পারে এই ট্যাব। অর্থাৎ দাম হতে পারে বাজেটের মধ্যে। তবে এই ট্যাব ওয়াই-ফাই অনলি এবং ওয়াই-ফাই প্লাস এলটিই ভ্যারিয়েন্ট, কীভাবে লঞ্চ হবে তা জানা যায়নি এখনও। ইনফিনিক্স সংস্থার প্রথম ট্যাব কী কী ফিচার নিয়ে লঞ্চ হতে পারে তার আভাস এখনও পাওয়া যায়নি। এমনকি এই ট্যাব কোন কোন দেশে লঞ্চ হবে তাও স্পষ্ট নয়।
ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোন
ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স সংস্থার নতুন ফোন। এবার লঞ্চ হবে ইনফিনিক্স নোট ৪০ ৫জি। ইনফিনিক্স সংস্থার নোট সিরিজের এই ৫জি ফোন লঞ্চ হতে চলেছে আগামী ২১ জুন। এর আগে এপ্রিল মাসে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোন। এবার সেই তালিকাতেই জুড়তে চলেছে ইনফিনিক্স নোট ৪০ ৫জি ভ্যানিলা মডেলের নাম। মে মাসে ফিলিপিন্সে লঞ্চ হয়েছে ইনফিনিক্সের এই ৫জি ফোন। অনুমান সেই একই ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হবে ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোন। অর্থাৎ ডিজাইন, রং, ফিচার, স্পেসিফিকেশনে মিল থাকতে পারে।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের ভিডিও কল এবার আরও উন্নত, এই পরিষেবায় নতুন কী কী সুবিধা পাবেন ইউজাররা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।