Motorola Smartphone: কার্ভড ডিসপ্লে সমেত নতুন ফোন ভারতে লঞ্চ করতে চলেছে মোটোরোলা, আর কী কী ফিচার থাকতে পারে?
Smartphone: এক্স মাধ্যমে মোটোরোলা সংস্থা জানিয়েছে, তাদের আগামী ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপ থাকবে। এছাড়াও মোটোরোলার আসন্ন ফোনে একটি কার্ভড ডিসপ্লে থাকার কথা রয়েছে।
Motorola Smartphone: মোটোরোলা (Motorola) সংস্থা ভারতে একটি নতুন ফোন (Smartphone) লঞ্চ করতে চলেছে। এই ফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে সেই আভাস পাওয়া গিয়েছে। তবে কবে এবং কোন ফোন ভারতে লঞ্চ হতে চলেছে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। লেনোভো অধিকৃত স্মার্টফোন নির্মাণকারী সংস্থা মোটোরোলা তাদের আসন্ন ফোনের কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছে। অনুমান করা হচ্ছে, মাঝামাঝি রেঞ্জের দামে (Mid Range Phone) মোটোরোলা এজ ৫০ ফিউশন (Moto Edge 50 Fusion) লঞ্চ হতে চলেছে ভারতে। এক্স মাধ্যমে মোটোরোলা সংস্থা জানিয়েছে, তাদের আগামী ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপ থাকবে। এছাড়াও মোটোরোলার আসন্ন ফোনে একটি কার্ভড ডিসপ্লে থাকার কথা রয়েছে।
এবার দেখে নেওয়া যাক মোটোরোলা ইন্ডিয়া এক্স মাধ্যমে কী টিজার ভিডিও প্রকাশ করেছে
Between Intelligence and Art, it’s never going to be the game of choosing one, but experiencing the magic of both. #ComingSoon pic.twitter.com/ELCB5djuaA
— Motorola India (@motorolaindia) March 15, 2024
মোটোরোলা সংস্থা এখনও ঘোষণা করেনি যে এই ফোনে ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে নাকি ওয়্যারলেস। তবে ফাস্ট চার্জিং সাপোর্ট যে থাকবে সেটা অনুমান করা হচ্ছে। ফোনের রেয়ার প্যানেলে থাকবে মোটোরোলার লোগো। এক্স মাধ্যমে যে টিজার ভিডিও প্রকাশ্যে এসেছে তা দেখে ফোন সম্পর্কে বিশেষ কিছু আন্দাজ করা যাচ্ছে না। শুধু এটা নিশ্চিত হওয়া গিয়েছে যে মোটোরোলা সংস্থা 'এজ' সিরিজের নতুন ফোন লঞ্চ করতে চলেছে ভারতে।
কয়েকদিন আগেই শোনা গিয়েছে, আগামী ৩ এপ্রিল ভারতে নতুন কিছু লঞ্চ করতে চলেছে মোটোরোলা সংস্থা। তবে কী লঞ্চ হবে সেই প্রসঙ্গে কোনও আভাস দেওয়া হয়নি। এখন এক্স মাধ্যমে মোটোরোলার প্রকাশ করা নতুন টিজার ভিডিও দেখে অনুমান করা হচ্ছে, হয়তো ৩ এপ্রিল ভারতে মোটোরোলা এজ ৫০ ফিউশন লঞ্চ হতে চলেছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে এও মনে করছেন যে, ভারতে হয়তো মোটোরোলা এজ ৫০ সিরিজ লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোন সিরিজের মধ্যে মোটো এজ ৫০ ফিউশন অথবা মোটো এজ ৫০ প্রো- এই দুই ফোন লঞ্চ হতে চলেছে। তবে মোটোরোলা সংস্থা এখনও কিছুই জানায়নি।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে লাভা ও২, কোথা থেকে কেনা যাবে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?