এক্সপ্লোর
Advertisement
Lava O2 Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে লাভা ও২, কোথা থেকে কেনা যাবে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?
Lava Smartphone: লাভা ও২ ফোনে একটি অক্টা-কোর Unisoc T616 চিপ থাকতে পারে। এর সঙ্গে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকার কথা রয়েছে। এই ফোনে LPDDR4x র্যাম এবং UFS 2.2 স্টোরেজ থাকতে পারে।
Lava O2 Smartphone: লাভা সংস্থার নতুন ফোন (Lava Smartphone) লঞ্চ হতে চলেছে ভারতে। খুব তাড়াতাড়ি এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এক্স মাধ্যমে লাভা সংস্থা তাদের নতুন ফোন লঞ্চের কথা জানিয়েছে। এবার লঞ্চ হতে চলেছে লাভা ও২ (Lava O2) ফোন। তবে নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। অনুমান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফোন লঞ্চ হবে ভারতের বাজারে। লাভা ও২ ভারতে লঞ্চের পর কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon India) থেকে। অ্যামাজনের ওয়েবসাইটে এই ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। একনজরে লাভা ও২ ফোনে কী কী ফিচার থাকতে পারে দেখে নেওয়া যাক।
Lava O2 ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে দেখে নিন
- সবুজ রঙে লাভা সংস্থার এই ফোন লঞ্চ হতে পারে। লাভা সংস্থার আসন্ন ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের রেয়ার প্যানেলের উপরে বাঁদিকে কোণে থাকতে পারে ক্যামেরা ইউনিট। তবে বিভিন্ন দিক থেকে ফোনটি দেখলে ক্যামেরা ইউনিটের ভিন্ন ধরনের দেখতে লাগবে। ফোনের নীচে বাঁদিকে সংস্থার লোগো থাকতে পারে। ম্যাট ফিনিশে এই লোগো থাকতে পারে।
- Lava O2 ফোনে ইউএসবি টাইপ-সি পোর্ট থাকতে পারে। ফোনের নীচের দিকে থাকতে পারে স্পিকার গ্রিল। সবুজ রঙের পাশাপাশি ম্যাজেস্টিক পার্পল রঙেও এই ফোন লঞ্চ হতে পারে। ফোনের রেয়ার প্যানেল তৈরি হতে পারে AG Glass দিয়ে।
- লাভা সংস্থার আসন্ন ফোনে ৬.৫ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। এর উপরে হোল পাঞ্চ কাট আউট থাকতে পারে। সেখানে সেলফি ক্যামেরা সাজানো থাকবে।
- লাভা ও২ ফোনে একটি অক্টা-কোর Unisoc T616 চিপ থাকতে পারে। এর সঙ্গে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকার কথা রয়েছে। এই ফোনে LPDDR4x র্যাম এবং UFS 2.2 স্টোরেজ থাকতে পারে।
- এছাড়াও লাভা সংস্থার আসন্ন ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। ফোনের সাইডের অংশে বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
- লাভা ও২ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব।
প্রযুক্তি (Technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement