Motorola: ৩ এপ্রিল ভারতে 'নতুন কিছু' লঞ্চ করতে চলেছে মোটোরোলা, গ্রাহকদের কী উপহার দেবে সংস্থা?
Motorola Edge 50 Pro: প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ অনুমান করছেন ভারতে আগামী ৩ এপ্রিল সম্ভবত লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ৫০ প্রো ফোন। যদিও মোটোরোলা সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।
Motorola: মোটোরোলা সংস্থা ভারতে এপ্রিল মাসের শুরুতেই নতুন একটি ডিভাইস লঞ্চ করতে চলেছে। আগামী ৩ এপ্রিল মোটোরোলা (Motorola) সংস্থা নতুন একটি ফোন লঞ্চ করতে পারে। সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। তবে অনুমান, হয়তো মোটোরোলা এজ ৫০ প্রো (MOtorola Edge 50 Pro) ফোন ভারতের বাজারে লঞ্চ হতে পারে। যদিও ৩ এপ্রিল মোটোরোলা সংস্থা ভারতের বাজারে কী লঞ্চ করতে চলেছে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। শুধু মোটোরোলা ইন্ডিয়ার তরফে এই আভাস দেওয়া হয়েছে যে ৩ এপ্রিল নতুন কিছু লঞ্চ হতে চলেছে দেশে। নয়া দিল্লিতে ওই দিন মোটোরোলার একটি ইভেন্টও রয়েছে। অনুমান, সেখানেই হয়তো নতুন কিছু লঞ্চের কথা ঘোষণা করবে মোটোরোলা সংস্থা। দিন যত এগোবে আরও বেশি তথ্য প্রকাশ্যে আসবে বলে অনুমান করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ।
মোটোরোলা এজ ৫০ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে মোটোরোলা এজ ৪০ প্রো ফোনের সাকসেসর হিসেবে। এই ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অনেক ফিচার থাকতে পারে। চিনে সম্প্রতি 'এআই মোবাইল ফোন' হিসেবে লঞ্চ হয়েছে মোটো এক্স৫০ আলট্রা। শোনা গিয়েছে, চিনের বাইরে অন্যত্র এই ফোন মোটোরোলা এজ ৫০ প্রো হিসেবে লঞ্চ হতে পারে। মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের সম্ভাব্য কিছু তথ্য ফাঁস হয়েছে। সেই দলে রয়েছে ফোনের ডিজাইন এবং রং। কালো, পার্পল এবং সাদা রঙে মোটোরোলা এজ ৫০ প্রো ফোন লঞ্চ হতে পারে। স্টোন লাইক প্যাটার্ন অর্থাৎ পাথুরে ধরনের প্যাটার্ন থাকতে পারে এই ফোনের সাদা রঙের মডেলে। এছাড়াও শোনা যাচ্ছে, মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। এছাড়াও দেখা যেতে পারে faux লেদার ফিনিশ।
মোটোরোলা এজ ৫০ প্রো ফোন মার্কিন যুক্তরাষ্ট্রেও লঞ্চের কথা রয়েছে। সেখানে এই ফোন মোটরোলা এজ প্লাস (২০২৪) হিসেবে লঞ্চ হতে পারে। এই ফোনে কার্ভড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। মোটোরোলার এই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ হতে পারে। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এর সঙ্গে ১২ মিলিমিটারের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৭৩ মিলিমিটারের টেলিফটো শুটার থাকার কথা রয়েছে। এই টেলিফটো শুটারের সঙ্গে প্রায় ৬এক্স জুম ফিচার যুক্ত থাকতে পারে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ১২ জিবি র্যাম যুক্ত থাকতে পারে। মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১২৫ ওয়াটের ওয়্যারড এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে 'পিন' করা যাবে একাধিক চ্যাট, নেওয়া যাবে না প্রোফাইল পিকচারের স্ক্রিনশট