Netflix: নেটফ্লিক্স-মাইক্রোসফট জোট, আসছে কম দামের Ad-Supported সাবস্ক্রিপশন
Netflix and Microsoft: মাইক্রোসফট এবং নেটফ্লিক্স সংস্থা জুটি বেঁধে এবার চালু করতে চলেছে Ad-Supported সাবস্ক্রিপশন প্ল্যান।
Netflix: জুটি বেঁধেছে মাইক্রোসফট (Microsoft) এবং স্ট্রিমিং অ্যাপ নেটফ্লিক্স (Netflix)। তারা জানিয়েছে, একজোট হয়েই এবার লঞ্চ করবে নেটফ্লিক্সের বিজ্ঞাপন- সহ সাবস্ক্রিপশন (ad-supported subscription) প্ল্যান। কয়েক মাস আগে নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছিল যে তারা নতুন ad-supported সাবস্ক্রিপশন প্ল্যান চালু করবে। কারণ এমনিতেই নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন প্ল্যান যথেষ্ট চড়া। তাই ক্রমশ কমছিল সাবস্ক্রাইবারের সংখ্যা। সেই জন্যই এই নতুন ad-supported সাবস্ক্রিপশন লঞ্চ করতে চলেছে নেটফ্লিক্স। আর তাই জন্যই মাইক্রোসফটের সঙ্গে জুটি বেঁধেছে এই স্ট্রিমিং জায়ান্ট। প্রসঙ্গত উল্লেখ্য, নেটফ্লিক্সের এই নতুন ad-supported সাবস্ক্রিপশনের খরচ তুলনায় অনেকটাই কম হবে বলে শোনা গিয়েছে। মাইক্রোসফট এবং নেটফ্লিক্স, দুই সংস্থাই তাদের ব্লগ পোস্টে জানিয়েছে যে একজোট হয়ে তারা ad-supported subscription চালু করবে। তবে কবে থেকে নতুন প্ল্যান চালু হবে এবং সাবস্ক্রিপশনের খরচই বা কেমন হবে তা এখনও জানা যায়নি। আগামী দিনে আসন্ন মাইক্রোসফট এবং নেটফ্লিক্সের ad-supported সাবস্ক্রিপশন প্ল্যান সম্পর্কে আকর্ষণীয় অনেক তথ্যই প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে।
চলতি মাসের শুরুর দিকে রয়টার্সের রিপোর্টে বলা হয়েছিল নেটফ্লিক্স কর্তৃপক্ষ ওয়ার্নার ব্রাদার্স, ইউনিভার্সাল এবং সোনি পিকচার্স- এই তিন সংস্থার সঙ্গে আলোচনা করেছিল ad-supported সাবস্ক্রিপশন চালু করার ব্যাপারে। বিশ্বের বিভিন্ন ওটিটি এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে অন্যতম জনপ্রিয় নেটফ্লিক্স। কনটেন্টের দিক থেকে ইউজারদের অত্যন্ত পছন্দের হলেও সাবস্ক্রিপশন প্ল্যানের চড়া দামের জন্য অনেকেই নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়েও বাতিল করেছেন।
নেটফ্লিক্স কর্তৃপক্ষই জানিয়েছে যে ২ লক্ষ সাবস্ক্রাইবার হারিয়েছে তারা। তাও আবার বছরের প্রথম অর্ধেই। আর এভাবে ব্যাপক হারে সাবস্ক্রাইবার কমতে থাকায় ডিজনি এবং অ্যামাজনের সঙ্গে প্রতিযোগিতায় ক্রমশ পিছিয়ে পড়ছিল নেটফ্লিক্স। সেই কারণে এবার নতুন ad-supported প্ল্যান চালু করতে চলেছে। অনুমান করা হচ্ছে, এই নতুন প্ল্যান চালু হলে পুনরায় সাবস্ক্রাইবারদের ফিরে পাবে নেটফ্লিক্স সংস্থা। শুধু তাই নয়, পারিপার্শ্বিক অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর সঙ্গে জোরদার প্রতিযোগিতাতেও নামতে পারবে নেটফ্লিক্স কর্তৃপক্ষ।
আরও পড়ুন- খেলার ছলে শিশুদের ইংরেজি শেখায় এই অ্যাপ, নাম 'ওকিপকি'