YTStealer Malware: সাবধান! ম্যালওয়্যারের বেড়াজালে ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের চ্যানেল
Malware: ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের চ্যানেল থেকে তথ্য-নথি হাতিয়ে নিচ্ছে নতুন ম্যালওয়্যার।
কলকাতা: সাবধান! এবার হ্যাকারদের নিশানায় ইউটিউবাররা (Youtuber)। ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের চ্যানেল এখন আতঙ্কের মুখে। নতুন একটি ম্যালওয়্যার (Malware) যার নাম YTStealer, এটিই মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ, ইউটিউবারদের চ্যানেলে (YouTube Channel) ঢুকে গোপন তথ্য-নথি হাতিয়ে নিচ্ছে এই ম্যালওয়্যার। মূলত ইউটিউবের কনটেন্ট ক্রিয়েটরদেরই নিশানা বানাচ্ছে এই ম্যালওয়্যার। চ্যানেল হাইজ্যাক থেকে শুরু করে কুকিজের অথেনটিফিকেশন চুরি, সবই সম্ভব এইসব ম্যালওয়্যারের দ্বারা। সিকিউরিটি রিসার্চার কোম্পানি Intezer- এর এক গবেষক Joakim Kennedy এই ম্যালওয়্যারের কার্যকলাপ লক্ষ্য করেছেন।
Joakim Kennedy তাঁর একটি ব্লগ পোস্টে জানিয়েছেন, YTStealer নামে যে ম্যালওয়্যারের কথা বলা হচ্ছে, ডার্ক ওয়েবে তার চাহিদা তুঙ্গে। এর মূল লক্ষ্য হল ইউইউব কনটেন্ট ক্রিয়েটরদের থেকে অথেনটিকেশন কুকিজ চুরি করা। এর আগে ২০২০ সালে IntSights- এর একটি রিপোর্টেও বলা হয়েছিল যে একটি নতুন ট্রেন্ড দেখা গিয়েছে। সেখানে ইউটিউব অ্যাকাউন্টের অ্যাকসেস বিক্রি হতে দেখা গিয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, ইউটিউব বর্তমানে যথেষ্ট জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া মাধ্যমে। এই প্ল্যাটফর্মে তরুণ প্রজন্মের অনেকেই নিজেদের কেরিয়ার তৈরি করেছেন। নতুন ম্যালওয়্যারের হানায় যদি তাঁদের অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ নথি ডার্ক ওয়েবে ফাঁস হয়ে যায় তাহলে আর বাঁচার কোনও উপায় থাকবে না।
ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের অ্যাকাউন্ট থেকে তথ্য হাতিয়ে নেওয়ার কাজ অন্যান্য অনেক ম্যালওয়্যার করে থাকে। তবে নতুন ম্যালওয়্যার YTStealer বাকিদের তুলনায় একটু আলাদা। কারণ এই ম্যালওয়্যার শুধুমাত্র ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের ক্রেডেনশিয়ালের দিকেই নজর দিয়েছে। সেটিও একটি সিঙ্গল সার্ভিসের ক্ষেত্রে। বাকি সবকিছু হাতিয়ে নেওয়ার দিকে যায়নি এই নতুন ম্যালওয়্যার। তবে আসল পদ্ধতি দেখলে মনে হতে পারে যে YTStealer-ও অন্যান্য ম্যালওয়্যারের মতোই কাজ করে। ব্রাউজারের ডেটাবেস ফাইল থেকে কুকিজ এক্সট্র্যাক্ট করে এই ম্যালওয়্যার। ইউজারের প্রোফাইল ফোল্ডারে থাকে এই ব্রাউজার ডেটাবেস। সেখান থেকে কুকিজ অথেনটিকেশন হাতিয়ে নেওয়ার কাজ করে এই YTStealer ম্যালওয়্যার।
আরও পড়ুন- সাবধান! আপনার ব্যক্তিগত তথ্যে উঁকি দিচ্ছে 'Slice Payment App', সতর্কবার্তা গুগলের