Slice App: সাবধান! আপনার ব্যক্তিগত তথ্যে উঁকি দিচ্ছে 'Slice Payment App', সতর্কবার্তা গুগলের
Malicious App: সম্প্রতি Slice App-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে গুগল কর্তৃপক্ষ। দ্রুত প্লে স্টোর থেকে অ্যাপ ডিলিটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
কলকাতা: আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাচ্ছে না তো? বর্তমানে প্রায় সকলের মনেই ঘুরছে এই প্রশ্ন। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়া (Socila Media) কিংবা বিভিন্ন অ্যাপের মাধ্যমে জালিয়াতির (Online App Fraud) খবর প্রকাশ্যে আসে। এবার সেই তালিকায় নবতম সংযোজন Slice App। এই অ্যাপের ব্যাপারে সাবধানবাণী দিয়েছে গুগল (Google) কর্তৃপক্ষও। এমনকি আপনার ফোনে এই অ্যাপ ইনস্টল করা থাকলে তা অবিলম্বে ডিলিট করার পরামর্শও দিয়েছে গুগল। বর্তমানে শোনা যায়, বিভিন্ন অ্যাপের মাধ্যমে বেশকিছু সংস্থা আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। আর সেই জন্যই মাঝে মাঝে কড়া পদক্ষেপ নেয় গুগল সংস্থা। প্লেস্টোর থেকে অনেক অ্যাপ বাতিল করে দেওয়া হয়। এবার সেই তালিকাতেই জুড়তে চলেছে Slice App-এর নাম।
সম্প্রতি গুগলের তরফে জানানো হয়েছে যে স্লাইস অ্যাপ ব্যবহারকারী বা ইউজারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া চেষ্টা করছে। এই অ্যাপ ব্যবহারকারীদের যাবতীয় খুঁটিনাটি তথ্য তাদের নজরে রয়েছে। আজকাল অনলাইন জালিয়াতির পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় গুগল প্লে প্রোটেক্ট মাঝে মাঝেই তাদের পে স্টোরে থাকা বিভিন্ন অ্যাপ স্ক্যান করে। আর সেই স্ক্যানিংয়ের সময়েই Slice অ্যাপের এই গন্ডগোল গুগল কর্তৃপক্ষের নজরে এসেছে।
Slice App- এই Slice App আসলে একটি পেমেন্ট অপশন বা পেমেন্ট অ্যাপ। এই ওয়ান-স্টপ পেমেন্ট অ্যাপের মাধ্যমে যেকোনও ধরনের পেমেন্ট করা সম্ভব। সেই সঙ্গে গ্রাহকের যদি Slice Super Card থাকে তাহলে ক্যাশব্যাক পাওয়ার সুযোগও পাবেন আপনি। গ্রাহকদের আকর্ষণ করার জন্য কার্যত অসংখ্য প্রলোভন রয়েছে এই পেমেন্ট অ্যাপে।
গুগলের তরফে অবিলম্বে ইউজারদের এই অ্যাপের ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে। Harmfull বা ক্ষতিকর অ্যাপ বলেও এই Slice App-কে তকমা দিয়েছে গুগল। তাদের অভিযোগ, এই অ্যাপ ইউজারদের ব্যক্তিগত তথ্য যেমন- ছবি, মেসেজ, অডিয়ো রেকর্ড এবং কল হিস্ট্রির উপর নজরদারি চালাচ্ছে। তবে এই প্রসঙ্গে Slice অ্যাপের দাবি, সমস্ত সমস্যা মিটিয়ে দেওয়া হয়েছে। টুইট করে তেমনটাই দাবি করেছে এই অ্যাপ কর্তৃপক্ষ।
আরও পড়ুন- বিদ্যুৎ বন্ধের নামে চলছে প্রতারণাচক্র, মেসেজের আগে এই লেখা দেখে নিন