Tecno Smartphone: ৮০০০ টাকার কমে নতুন স্মার্টফোন, ফের সস্তায় ভারতে ফোন লঞ্চ করতে চলেছে টেকনো
Tecno Spark Go 2024: এটি একটি বাজেট স্মার্টফোন হতে চলেছে বলেই শোনা গিয়েছে। তাই দাম খুব বেশি হবে না বলেই অনুমান করা হচ্ছে।
Tecno Smartphone: টেকনো স্পার্ক গো ২০২৪ (Tecno Spark Go 2024) ফোন ইতিমধ্যেই নির্দিষ্ট কিছু দেশে লঞ্চ হয়েছে। এই ফোন আসলে টেকনো স্পার্ক গো ২০২৩ ফোনের সাকসেসর মডেল। টেকনো সংস্থার আসন্ন ফোনে একটি Unisoc T606 চিপসেট থাকতে পারে। আপাতত ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাইক্রোসাইটে (Amazon Microsite) টেকনো স্পার্ক গো ২০২৪ ফোনের নাম দেখা গিয়েছে। অর্থাৎ লঞ্চের পর এখান থেকে কেনা যাবে ফোন। তবে কবে এই ফোন লঞ্চ হবে তা জানা যায়নি। কিন্তু ফোনের নামের সঙ্গে পাওয়া গিয়েছে 'Bharat Ka Apna Spark' এই ট্যাগ। ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে টেকনো স্পার্ক গো ২০২৪ ফোন গ্র্যাভিটি ব্ল্যাক এবং মিস্ট্রি হোয়াইট- এই দুই রঙে লঞ্চ হতে চলেছে ভারতে। এটি একটি বাজেট স্মার্টফোন হতে চলেছে বলেই শোনা গিয়েছে। তাই দাম খুব বেশি হবে না বলেই অনুমান করা হচ্ছে।
টেকনো স্পার্ক গো ২০২৪ ফোনে আর কী কী ফিচার এবং স্পেসিফিকেশ থাকতে পারে
- এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। ফোনের সাইডের অংশে থাকতে পারে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
- এখনও এই ফোনের দাম প্রকাশ্যে আসেনি। তবে অনুমান ৮০০০ টাকার আশপাশে হতে পারে টেকনো স্পার্ক গো ২০২৪ ফোনের।
- টেকনো সংস্থার আসন্ন ফোনে থাকতে চলেছে ডুয়াল ডিটিএস স্পিকার এবং একটি অক্টা-কোর চিপসেট।
- ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে টেকনো স্পার্ক গো ২০২৪ ফোন। ভার্চুয়াল মেমোরি এক্সপ্যানশনের মাধ্যমে বাড়ানো যাবে ফোনের র্যামের পরিমাণ।
- টেকনো স্পার্ক গো ২০২৩ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং টাইপ-সি ইউএসবি চার্জিং পোর্টের সাপোর্ট থাকতে পারে।
- এই ফোন পরিচালিত হবে Android 13 Go Edition বেসড HiOS 13.0- এর সাহায্যে।
- ক্যামেরার ক্ষেত্রে নতুন ফোনে দেখা যাবে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার সেনসর এবং একটি এআই ফিচার যুক্ত সেনসর। ফোনের ডিসপ্লের উপরে থাকবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন- ৩০ হাজার টাকার কমে আইফোন ! ফ্লিপকার্টে দুর্দান্ত ছাড়, জেনে নিন সবিস্তারে