এক্সপ্লোর
Advertisement
Nokia T10 Tablet: ভারতে লঞ্চের আগেই ফাঁস নোকিয়া টি১০ ট্যাবের দাম
Nokia Tablet: নোকিয়ার এই ট্যাবে একটি ৮ ইঞ্চির HD ডিসপ্লে থাকতে পারে। এই ট্যাব ওয়াই ফাই এবং ওয়াই ফাই + ৪জি LTE- এই দুই ভার্সানেই লঞ্চ হতে পারে।
Nokia Tab: ভারতে লঞ্চ হবে নোকিয়ার ট্যাবলেট নোকিয়া টি১০ (Nokia T10)। সম্প্রতি নোকিয়ার এই ট্যাবের (Nokia Tablet) ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। Nokia Power User- এর রিপোর্ট অনুসারে নোকিয়া তি১০ ট্যাবের দাম ভারতে হতে পারে ১১,৯৯৯ টাকা। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের অফার পেজে এই ট্যাব তালিকাভুক্ত হয়েছে। অনুমান জনপ্রিয় ই-কমার্স সংস্থার সেলে হয়তো এই ট্যাব আরও কিছুটা ছাড়ে পাওয়া যাবে। চলতি বছর জুলাই মাসে HMD Global প্রথম নোকিয়ার এই ট্যাবলেটের কথা প্রকাশ্যে এনেছিল। এটি একটি কমপ্যাক্ট ট্যাব যেখানে লং লাস্টিং ডিউরেবল ডিজাইন রয়েছে বলে দাবি করেছে সংস্থা।
নোকিয়া টি১০ ট্যাবে কী কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে দেখে নিন একঝলকে
- নোকিয়ার এই ট্যাবে একটি ৮ ইঞ্চির HD ডিসপ্লে থাকতে পারে। এই ট্যাব ওয়াই ফাই এবং ওয়াই ফাই + ৪জি LTE- এই দুই ভার্সানেই লঞ্চ হতে পারে। অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্টে এই ট্যাব পরিচালিত হবে।
- নোকিয়া টি১০ ট্যাবে একটি ৫১০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। তিন বছরের জন্য প্রতি মাসে সিকিউরিটি আপডেট যুক্ত হবে নোকিয়ার এই ট্যাবলেটে।
- নোকিয়ার এই ট্যাবে একটি Unisoc T606 প্রসেসর থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৮ মেগাপিক্সেলের একটি প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং অটোফোকাস ও ফ্ল্যাশ। এই ট্যাবের ডিসপ্লের উপর ২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও নোকিয়া টি১০ ট্যাবে ফেস আনলক টেকনোলজি থাকতে পারে।
- নোকিয়া টি১০ ট্যাব একটি IPX2 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ জলে এই ট্যাবের কোনও ক্ষতি হবে না। এখানে থাকতে পারে ৩.৫ মিলিমিটারের একটি অডিও জ্যাক। আর থাকতে পারে টাইপ সি ইউএসবি পোর্ট।
- দুটো র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে নোকিয়া টি১০ ট্যাব। ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ও ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ থাকতে পারে এই ট্যাবলেটে। এই ট্যাবের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- নোকিয়ার এই ট্যাবে ডুয়াল ব্যান্ড ওয়াই ফাই এবং ব্লুটুথ ভি ৫.০ সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে জিপিএস এবং এফএম- এর সাপোর্ট।
আরও পড়ুন- চিনা সংস্থা Itel- এর নতুন ফোন হাজির ভারতে, দাম কত, কী কী ফিচার রয়েছে
প্রযুক্তি (Technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিজ্ঞান
জেলার
Advertisement