Nothing Ear 2: লঞ্চ হতে চলেছে নাথিংয়ের নতুন ইয়ারবাডস, নাথিং ইয়ার ২- এর দাম কত?
Nothing Earbuds: নাথিং ইয়ার ২ আপাতত গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। ভারতে লঞ্চ হবে কিনা, হলেও কবে হবে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
Nothing Ear 2: নাথিং (Nothing) সংস্থা লঞ্চ করতে চলেছে তাদের নতুন ইয়ারফোন। নাথিং ইয়ার ১ (Nothing Ear 1) আগেই লঞ্চ হয়েছিল। এবার লঞ্চ হতে চলেছে নাথিং ইয়ার ২ (Nothing Ear 2)। জানা গিয়েছে, এই নতুন ইয়ারফোন একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন হতে চলেছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে, নাথিং ফোন ২ লঞ্চ হতে পারে। এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকতে পারে। জানা গিয়েছে, নাথিং ইয়ার ২ লঞ্চ হতে চলেছে আগামী ২২ মার্চ। এর আগে নাথিং ইয়ার ১ লঞ্চ হয়েছিল ২০২১ সালে। এরপর লঞ্চ হয়েছিল নাথিং ইয়ার স্টিক। এই ইয়ারফোন ভারতে লঞ্চ হয়েছিল। তবে নাথিং ইয়ার ২ আপাতত গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। ভারতে লঞ্চ হবে কিনা, হলেও কবে হবে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। নাথিং সংস্থাও তাদের নতুন ইয়ারবাডস লঞ্চের দিনক্ষণ ছাড়া আর কিছু তথ্য এখনও প্রকাশ্যে আনেনি। অন্যদিকে নাথিং ফোন ২ কবে লঞ্চ হবে তাও জানা যায়নি। তবে এই ফোন লঞ্চ হবে সেই ব্যাপারে তথ্য পাওয়া গিয়েছে।
ভারতের বাজারে ক্রমশ জনপ্রিয় হচ্ছে বিভিন্ন সংস্থার ইয়ারবাডস। সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতের নিজস্ব সংস্থা নয়েজের একটি নতুন ইয়ারবাডস। এই ইয়ারয়াবাডস একটি IPX5 রেটিং প্রাপ্ত সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ঘাম এবং জলে এই ইয়ারবাডস নষ্ট হবে না। এবার লঞ্চ হয়েছে নয়েজ বাডস এক্স (Noise Buds X) ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earbuds) ইয়ারবাডস। এই ইয়ারবাডসে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন মোড এবং ১২ মিলিমিটারের ড্রাইভার। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে নয়েজের নতুন ইয়ারবাডস। এই ডিভাইসে রয়েছে ব্লুটুথ ভি ৫.৩ সাপোর্ট। কোয়াড মাইক রয়েছে এই ইয়ারয়াবাডসে। একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে প্রায় ৩৫ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম বজায় থাকবে।
কিছুদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি২৭ সিরিজের (Vivo V27 Series) ফোন ভিভো ভি২৭ প্রো (Vivo V27 Pro)। তার সঙ্গেই ভারতে লঞ্চ হয়েছে ভিভো সংস্থার নতুন ইয়ারবাডস। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস (Vivo TWS Air Earbuds)। ভারতে সম্প্রতি লঞ্চ হওয়া এই ইয়ারবাডসের দাম ৩৯৯৯ টাকা। তবে ভিভো ভি২৭ সিরিজের ফোন কিনলে তার সঙ্গে এই ইয়ারবাডস ১০০০ টাকা কমে কেনা যাবে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের পাশাপাশি ভিভো সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। Pebble Blue এবং Bubble White- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভোর নতুন ইয়ারবাডস।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের 'স্প্যাম' কলে আপনি কি বিরক্ত? আসছে 'মিউট' করার ফিচার