Nothing Ear and Nothing Ear a: নাথিং ইয়ার এবং নাথিং ইয়ার (এ) কবে লঞ্চ হবে ভারতে?
Nothing Earbuds: ২০২৩ সাল অর্থাৎ গতবছর লঞ্চ হয়েছিল নাথিং ইয়ার ২। তারই সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে নাথিং ইয়ার। অন্যদিকে আসছে আরও একটি ইয়ারবাডস নাথিং ইয়ার এ।
Nothing Ear and Nothing Ear a: ভারতে এবার নতুন ইয়ারবাডস (Earbuds) লঞ্চ করতে চলেছে নাথিং (Nothing) সংস্থা। এক্স মাধ্যমে নাথিং কর্তৃপক্ষ ঘোষণা করেছে আগামী ১৮ এপ্রিল ভারতে লঞ্চ হবে নাথিং ইয়ার (Nothing Ear) এবং নাথিং ইয়ার এ- (Nothing Ear a) এই দুই অডিও ডিভাইস। প্রথমে ভাবা হয়েছিল নাথিং সংস্থার থার্ড জেয়ারেশন ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earbuds) ইয়ারবাডস ভারতে লঞ্চ হবে নাথিং ইয়ার ৩ নামে। তবে সম্প্রতি সংস্থার তরফে জানানো হয়েছে নাথিং ইয়ার ২ - এর সাকসেসর হিসেবে নাথিং ইয়ার এবং আর নাথিং ইয়ার এ লঞ্চ হতে চলেছে ভারতে। ঠিক যেমন কিছুদিন আগে লঞ্চ হয়েছে নাথিং ফোন ২এ। ২০২৩ সাল অর্থাৎ গতবছর লঞ্চ হয়েছিল নাথিং ইয়ার ২। তারই সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে নাথিং ইয়ার। অন্যদিকে আসছে আরও একটি ইয়ারবাডস নাথিং ইয়ার এ। তবে কোন ডিভাইসের দাম তুলনায় কম হবে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। নাথিং ২ লঞ্চ হয়েছিল গতবছর অর্থাৎ ২০২৩ সালে। তার সাকসেসর হিসেবে এবছর অর্থাৎ ২০২৪ সালে লঞ্চ হয়েছে নাথিং ফোন ২এ। তেমনই গতবছর লঞ্চ হওয়া নাথিং ইয়ার ২- এর সাকসেসর মডেল হিসেবে এবার ভারতে আসছে নাথিং ইয়ার। ফোনের পর এবার ইয়ারবাডসের নামের ক্ষেত্রে 'এ' যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নাথিং সংস্থা।
We started Nothing with audio in 2021 and since our very first product, we’ve relentlessly refined our design and engineering with every new addition to our audio product suite.
— Nothing (@nothing) April 5, 2024
2024 is the year we’re unveiling the ultimate iteration of Nothing Audio with two new products that… pic.twitter.com/bRrFzk9wUl
কেমন হতে পারে নাথিং ইয়ার এ এবং নাথিং ইয়ার- এই দুই ইয়ারবাডসের দাম, যদিও নাথিং সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি
যদি নাথিং ইয়ার এ এই ডিভাইসের দাম নাথিং ইয়ার এই ইয়ারবাডসের তুলনায় কম হয় তাহলে নাথিং সংস্থার সাব ব্র্যান্ড সিএমএফ- এর ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোনের সঙ্গেই প্রতিযোগিতা শুরু হয়ে ওই ইয়ারবাডসের। কারণ সিএমএফ- এর ট্রু ওয়্যারলেস অডিও ডিভাইসের দাম ২৪৯৯ টাকা থেকে ৩৪৯৯ টাকার মধ্যে হয়। অন্যদিকে আবার অনুমান করা হচ্ছে, নাথিং ইয়ার- এর দাম হতে পারে ১০ হাজার টাকার আশপাশে। আর নাথিং ইয়ার এ ইয়ারবাডসের দাম হতে পারে ৫০০০ টাকার আশপাশে। নাথিং ইয়ার সেরামিকে ড্রাইভার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ডিভাইসে ৪৫ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলশন ফিচারের সাপোর্ট থাকতে পারে। তবে নিশ্চিত ভাবে কিছুই জানা যায়নি এখনও।
আরও পড়ুন- মাত্র ৮৯৯৯ টাকায় পেয়ে যাবেন ঝাঁ-চকচকে একটি ৫জি ফোন, কোথা থেকে কোন মডেল কেনা যাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।