Nothing Phone 2a: সাদা-কালো-নীলের পর এবার কোন কোন নতুন রঙে লঞ্চ হতে পারে নাথিং ফোন ২এ?
Nothing Phone: বর্তমানে কালো, নীল এবং সাদা রঙে নাথিং ফোন২এ ভারতে কেনা যাবে। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, নতুন রঙে নাথিং ফোন ২এ লঞ্চ হলে তা কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।
Nothing Phone 2a: নাথিং ফোন ২এ (Nothing Phone 2a) ভারত এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল গত ৫ মার্চ। মূলত নাথিং সংস্থার ফোন (Nothing Phones) কেবলমাত্র সাদা এবং কালো রঙে লঞ্চ হয়েছে। সম্প্রতি নাথিং সংস্থা তাদের তৃতীয় ফোন ভারতে লঞ্চ করেছে নীল রঙে। এবার অন্যান্য নতুন রঙে নাথিং সংস্থা নাথিং ফোন ২এ- এই মডেল লঞ্চ করবে, এমনটাই শোনা যাচ্ছে। নাথিং সংস্থার এক্স মাধ্যমের একটি পোস্ট দেখে এই অনুমান করা হচ্ছে। সেখানে দেখা গিয়েছে, নীল, লাল এবং হলুদ রঙের তিনটি ডট বা বিন্দু, বলা ভাল সামান্য বড় আকারের গোল রয়েছে। আর কিছুই লেখা হয়নি এক্স মাধ্যমের ওই পোস্টে। এমনকি এই তিন রঙের বিন্দুর কী অর্থ সেই প্রসঙ্গেও কোনও আভাস দেওয়া হয়নি ইউজারদের জন্য। অন্যদিকে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, নতুন রঙে নাথিং ফোন ২এ লঞ্চ হলে তা কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।
🔴🟡🔵
— Nothing (@nothing) May 24, 2024
অন্যদিকে দেখা গিয়েছে, নাথিং সংস্থার গ্লোবাল এবং ইন্ডিয়া, দুই ক্ষেত্রেই এক্স প্রোফাইলের 'প্রোফাইল পিকচার'- এ লেখা হয়েছে 'NOTHING (R)' এবং এটি লেখা হয়েছে হলুদ, লাল এবং কালো ডট বা বিন্দুর সাহায্যে। কালো রঙে নাথিং ২এ ফোন ভারতে এবং গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। নীল রঙের মডেল ভারতে উপলব্ধ হয়েছে কিছুদিন আগেই। বাকি রইল হলুদ এবং লাল রং। এই দুই রঙে আলাদা করে দুটো ভ্যারিয়েন্ট অথবা হলুদ এবং লাল রঙের সংমিশ্রণে নাথিং ফোন ২এ ভারত এবং গ্লোবাল মার্কেটে লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
ভারতে নাথিং ফোন ২এ মডেলের দাম কত, কী কী রঙে এখন কেনা যাবে
নাথিং ফোন ২এ মডেলের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৫,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ফোন, যার দাম ২৭,৯৯৯ টাকা। বর্তমানে কালো, নীল এবং সাদা রঙে নাথিং ফোন২এ ভারতে কেনা যাবে।
আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোন, নিশ্চিতভাবে কী কী ফিচার থাকতে চলেছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।