Nothing Phone 2a Plus: নাথিং ফোন ২এ প্লাস মডেলের দাম কত হতে পারে ভারতে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?
Nothing Phone 2a Plus:
Nothing Phone 2a Plus: ভারতে নাথিং ২এ প্লাস (Nothing Phone 2a Plus) ফোন লঞ্চ হতে চলেছে আগামী ৩১ জুলাই। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। চলুন জেনে নেওয়া যাক নাথিং ফোন ২এ প্লাস মডেল সম্পর্কে এতদিনে কী কী জানা গিয়েছে।
ক্যামেরা ফিচার
নাথিং ফোন ২এ প্লাস মডেলে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। সেখানে দুটো ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকবে। এমন ক্যামেরা ফিচারই রয়েছে নাথিং ফোন ২এ মডেলে। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা সেনসর অবশ্য আগের থেকে উন্নত হয়েছে। নাথিং ফোন ২এ মডেলে ছিল ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। আর নাথিং ফোন ২এ প্লাস মডেলে থাকতে চলেছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। নাথিং ফোন ২এ মডেলের মতোই রেয়ার ক্যামেরা মডিউলের ডিজাইন থাকতে চলেছে নাথিং ফোন ২এ প্লাস মডেলে। নাথিং সংস্থার এই আসন্ন ফোনে Glyph Interface LED ইউনিট থাকতে চলেছে।
নাথিং ফোন ২এ প্লাস মডেলে আর কী কী ফিচার থাকতে চলেছে, দেখে নেওয়া যাক
- মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩৫০ প্রসেসর থাকতে চলেছে নাথিং ফোন ২এ প্লাস মডেলে। এর সঙ্গে যুক্ত থাকতে চলেছে ১২ জিবি পর্যন্ত র্যাম।
- কালো এবং ধূসর রঙে নাথিং ফোন ২এ প্লাস মডেল দেশে লঞ্চ হতে চলেছে।
- ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে নাথিং ফোন ২এ প্লাস মডেল।
- একটি ৬.৭ ইঞ্চির AMOLED স্ক্রিন থাকতে পারে এই ফোনে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এখানে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে।
- নাথিং ফোন ২এ প্লাস মডেলে ৫০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।
ভারতে দাম কেমন হতে পারে নাথিং ফোন ২এ প্লাস মডেলের
নাথিং সংস্থা এখনও কিছু ঘোষণা করেনি। তবে বিভিন্ন সূত্রে খবর, নাথিং ফোন ২এ প্লাস মডেলের দাম ৩০ হাজার টাকার আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- অপেক্ষার অবসান, ভারতে আসছে ভিভো ভি৪০ সিরিজ, কবে লঞ্চ? কী কী ফিচার থাকবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।