Ola Electric Car: সত্যি ! এবার ইলেকট্রিক কার আনছে Ola
Ola Electric Car: একটি নতুন ট্যুইটার পোস্টে ওলা ইলেকট্রিকের সিইও ভাবিশ আগরওয়াল একটি কনসেপ্ট কার শেয়ার করেছেন। গাড়ির ছবি দিয়ে ভাবিশ লিখেছেন, '' আপনারা কি এই বিষয়টা গোপন রাখবেন!''
Ola Electric Car: দু-চাকার পর এবার চার-চাকা! দেশের গাড়ি বাজারে এবার ইলেকট্রিক কার আনার ইঙ্গিত দিল Ola। সম্প্রতি একটি গাড়ির কনসেপ্ট মডেল দেখিয়ে ট্যুইট করেছেন কোম্পানির সিইও ভাবিশ অগরওয়াল। যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
Ola Electric: বাজারে এসে গিয়েছে তাদের ইলেকট্রিক স্কুটার। Ola Electric S1 ও S1 Pro মডেল নিয়ে এসেছে কোম্পানি। ইতিমধ্যেই দেশের বাজারে প্রতিযোগীদের চমক দিয়েছে এই ওলা। ভারতীয় ক্রেতাদের চাহিদা পূরণ করতে উজ্জ্বল ও ম্যাট ফিনিসের বহু রঙের ইলেকট্রিক স্কুটার ভারতীয় গ্রাহকদের জন্য এনেছে কোম্পানি। স্কুটারের স্পেকস ও ফিচারের দৌলতে একদিনে সর্বাধিক বুকিংয়ের রেকর্ড গড়েছে ওলা। ইলেকট্রিক গাড়ির বাজারে ওলার এই দুর্দান্ত শুরুর প্রশংসা করেছেন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা। অটো সাইটগুলির মতে, এবার নিজেদের ইলেকট্রিক গাড়ির বাজারে আনার পরিকল্পনা করছে ওলা (Ola Electric Car)।
Ola Electric Car: একটি নতুন টুইটার পোস্টে ওলা ইলেকট্রিকের সিইও ভাবিশ আগরওয়াল একটি কনসেপ্ট কার শেয়ার করেছেন। গাড়ির ছবি দিয়ে ভাবিশ লিখেছেন, '' আপনারা কি এই বিষয়টা গোপন রাখবেন!'' ওলার কর্ণধারের এই ট্যুইট থেকেই শুরু হয়েছে যাবতীয় জল্পনা। মনে করা হচ্ছে, আগামী দিনে ইলেকট্রিক গাড়ির বাজারে আসতে চলেছে কোম্পানি। যদিও ট্যুইটে Ola EV-র বিস্তারিত কিছু জানাননি ভাবিশ। তবে এই গাড়ি আসতে আসতে যে তাও বছর খানেকের বেশি তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ, যে গাড়িটি ভাবিশ শেয়ার করেছেন তা একটি কনসেপ্ট মডেল।