OnePlus 10T: ওয়ানপ্লাস ১০টি ফোনের ক্যামেরা ফিচার্স কেমন হতে চলেছে, জেনে নিন লঞ্চের আগে
OnePlus Smartphone: ওয়ানপ্লাস সংস্থা একটি কমিউনিটি পোস্টে তাদের আসন্ন ফোন ওয়ানপ্লাস ১০টি- র ক্যামেরা ফিচার প্রকাশ করেছে।
OnePlus 10T: ওয়ানপ্লাস ১০টি (OnePlus 10T) ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে আগামী ৩ অগস্ট। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন (Camera Specifications) প্রকাশ্যে এসেছে। ওয়ানপ্লাস সংস্থার তরফেই এই ক্যামেরা ফিচার্স প্রকাশ্যে আনা হয়েছে। জানা গিয়েছে যে, ওয়ানপ্লাস ১০টি ফোনে থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা (Triple Rare Camera) সেনসর। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 সেনসর থাকবে বলেও জানিয়েছে ওয়ানপ্লাস সংস্থা। এছাড়াও ওয়ানপ্লাস ১০টি ফোনে সংস্থার নতুন ইমেজ ক্ল্যারিটি ইঞ্জিন (ICE) থাকবে বলেও জানা গিয়েছে। এই ফিচারের সাহায্যে দ্রুত গতিতে ছবি তোলা যাবে এবং সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যও পাওয়া যাবে। ওয়ানপ্লাস ১০টি ফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকবে বলেও জানা গিয়েছে।
ওয়ানপ্লাস সংস্থা একটি কমিউনিটি পোস্টে তাদের আসন্ন ফোন ওয়ানপ্লাস ১০টি- র ক্যামেরা ফিচার প্রকাশ করেছে। তারা জানিয়েছে, রেয়ার ক্যামেরার প্রাইমারি সেনসর অপটিকাল এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ফিচার থাকবে। এর ফলে ছবি এবং ভিডিওর গুণমান আরও ভাল হবে। এর পাশাপাশি ওয়ানপ্লাস সংস্থা 10-bit colour support- ও যুক্ত করেছে তাদের আসন্ন ওয়ানপ্লাস ১০টি ফোনে। এছাড়াও এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর ছাড়াও ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ ফিচার সম্পন্ন একটি আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসরও থাকবে। আর থাকবে একটি ম্যাক্রো ক্যামেরা সেনসর। তবে এই ক্যামেরা সেনসরগুলি সম্পর্কে ওয়ানপ্লাস সংস্থা বিশদে কোনও তথ্য প্রকাশ করেনি।
ওয়ানপ্লাস ১০টি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এর রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
- ওয়ানপ্লাস ১০টি ফোনে একটি ৪৮০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
- এই ফোনে ১৬ জিবি LPDDR5 র্যাম এবং ৫১২ জিবি UFS 3.1 স্টোরেজ থাকতে পারে। শোনা যাচ্ছে, কালো এবং সবুজ রঙে ওয়ানপ্লাস ১০টি ফোন লঞ্চ হতে পারে।
আরও পড়ুন- প্রি-অর্ডার করেও সমস্যা, নাথিং ফোন (১) হাতে পেতে অপেক্ষা করতে হবে গ্রাহকদের