OnePlus Phones: ওয়ানপ্লাস ১৩ ফোনের দাম ভারতে কত হতে পারে? লঞ্চের আগেই ফাঁস সম্ভাব্য দাম
OnePlus 13 and OnePlus 13R: ওয়ানপ্লাস ১৩আর ফোন একটিই র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে। তবে এই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া যায়নি।
OnePlus Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১৩ (OnePlus 13) এবং ওয়ানপ্লাস ১৩আর (OnePlus 13R) - এই দুই ফোন। আগামী ৭ জানুয়ারি এই দুই ফোন দেশে লঞ্চের সম্ভাবনা রয়েছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই দুই ফোনের ডিজাইন, রং- এইসব সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে। ওয়ানপ্লাস ১৩ ফোনের দাম সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। কী কী র্যাম এবং স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে তার সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। বলা হচ্ছে, ওয়ানপ্লাস ১৩আর ফোন rebadged ভার্সান হতে পারে OnePlus Ace 5 এই ফোনের।
ওয়ানপ্লাস ১৩ ফোনের দাম ভারতে কত হতে পারে
ওয়ানপ্লাস ১৩ ফোনের দাম ৬৭ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকার মধ্যে হতে পারে। টিপস্টার যোগেশ ব্রারের এক্স পোস্টে এই আভাস পাওয়া গিয়েছে। দুটো র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১৩ ফোন। অন্যদিকে ওয়ানপ্লাস ১৩আর ফোন একটিই র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে। তবে এই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া যায়নি।
ওয়ানপ্লাস ১৩ এবং ওয়ানপ্লাস ১৩আর ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে দেখে নিন একনজরে
ওয়ানপ্লাস ১৩ ফোন ভারতে লঞ্চ হতে পারে Arctic Dawn, Black Eclipse, Midnight Ocean- এই তিন রঙে। অন্যদিকে ওয়ানপ্লাস ১৩আর ফোন ভারতে লঞ্চ হতে পারে Astral Trail এবং Nebula Noir- এই দুই শেডে। লঞ্চের পর এই দুই ফোন ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে।
ওয়ানপ্লাস ১৩ এবং ওয়ানপ্লাস ১৩আর ফোনে যথাক্রমে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে পারে। দুটো ফোনেই ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে শোনা গিয়েছে। এছাড়াও থাকতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই যুক্ত ফটো এডিটিং এবং নোট নেওয়ার ফিচার। ওয়ানপ্লাস ১৩ ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ এই ফোন জল এবং ধুলোয় নষ্ট হবে না।
আরও পড়ুন- নতুন বছরের শুরুতেই আসছে রেডমির নয়া ৫জি ফোন, কী কী ফিচার থাকতে চলেছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।