OnePlus Phone: ওয়ানপ্লাস ১৩এস আসছে ভারতে, দাম কত হতে পারে এই ফোনের?
OnePlus 13s: ওয়ানপ্লাস ১৩টি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১৩এস ফোন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই যুক্ত বেশ কিছু ফিচার থাকতে চলেছে এই ফোনে।

OnePlus Phone: ওয়ানপ্লাস ১৩এস ফোন (OnePlus 13s) ভারতে লঞ্চ হতে চলেছে ৫ জুন। ব্ল্যাক ভেলভেট, পিঙ্ক সাটিন এবং গ্রিন সিল্ক- এই তিন রঙে ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাসের এই ফোন। ওয়ানপ্লাস ১৩এস ফোনে থাকতে চলেছে ৬.৩২ ইঞ্চির স্ক্রিন। ফোনের ওজন হতে পারে ১৮৫ গ্রাম। আর ফোনটি ৮.১৫ মিলিমিটার পুরু হতে চলেছে। কার্ভ ডিসপ্লে থাকতে চলেছে ওয়ানপ্লাসের এই ফোনে। curved 2.5D ডিসপ্লে থাকতে চলেছে ওয়ানপ্লাস ১৩এস ফোনের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে।
ওয়ানপ্লাস ১৩এস ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। এছাড়াও এই ফোনে থাকবে একটি ৪৪০০ বর্গ মিলিমিটারের Cryo-Velocity ভেপার চেম্বার এবং ফোনের ব্যাক প্যানেলে থাকবে একটি কুলিং লেয়ার। ফোন গরম হয়ে গেলে যাতে ডিভাইস থেকে তাপ বের করে দিয়ে ফোন ঠান্ডা রাখা যায়, তার জন্যই রয়েছে এই ফিচার। ওয়ানপ্লাস ১৩ সিরিজের আসন্ন ফোনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে চলেছে যার সঙ্গে অটো ফোকাস ফিচার যুক্ত থাকবে। ওয়ানপ্লাস ১৩এস ফোনে থাকতে চলেছে একটি নতুন 'প্লাস কি'। আগের ওয়ানপ্লাস ফোনের অ্যালার্ট স্লাইডারের পরিবর্তে থাকবে এই 'প্লাস কি' ফিচার।
ওয়ানপ্লাস ১৩টি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১৩এস ফোন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই যুক্ত বেশ কিছু ফিচার থাকতে চলেছে এই ফোনে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অ্যান্ড্রয়েড ১৫- এর সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। তার সঙ্গে থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেনসরও থাকতে চলেছে ওয়ানপ্লাস ১৩এস ফোনে। মেন রেয়ার ক্যামেরা সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার এবং সেকেন্ডারি সেনসরে ২এক্স জুম সাপোর্ট যুক্ত থাকবে। ওয়ানপ্লাস সংস্থার দাবি, একবার পুরো চার্জ দিলে ২৪ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে ওয়ানপ্লাস ১৩এস ফোন।
ওয়ানপ্লাস ১৩এস ফোনের দাম ওয়ানপ্লাস ১৩- র থেকে কম এবং ওয়ানপ্লাস ১৩আর ফোনের থেকে বেশি হতে পারে বলে আন্দাজ করা হচ্ছে। শোনা যাচ্ছে, ভারতে ওয়ানপ্লাস ১৩এস ফোনের দাম ৫৫ হাজার টাকার আশপাশ থেকে শুরু হতে পারে। তবে কত র্যাম ও স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে চলেছে, কোন ভ্যারিয়েন্টের কত দাম হবে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।























