OnePlus Nord Series: ভারতে আসছে ওয়ানপ্লাস নর্ড সিরিজের দু'টি ফোন, কী কী মডেল লঞ্চ হতে পারে?
OnePlus Smartphone: দেখে নেওয়া যাক ওয়ানপ্লাস নর্ড ৩ এবং ওয়ানপ্লাস নর্ড সিই ৩- এই দুই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন।
OnePlus Nord Series: ওয়ানপ্লাস নর্ড ৩ (OnePlus Nord 3)- এর সঙ্গে ভারতে লঞ্চ হতে পারে আরও একটি ওয়ানপ্লাস ফোন, ওয়ানপ্লাস নর্ড সিই ৩ (OnePlus Nord CE 3)। ওয়ানপ্লাস নর্ড সিরিজের এই দুই ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ৩ ফোন জুন মাসের শেষদিকে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ওয়ানপ্লাস Ace ২ভি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। চিনে ইতিমধ্যেই এই ফোন ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট এবং অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর নিয়ে লঞ্চ হয়েছে। এবার দেখে নেওয়া যাক ওয়ানপ্লাস নর্ড ৩ এবং ওয়ানপ্লাস নর্ড সিই ৩- এই দুই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন।
ওয়ানপ্লাস নর্ড ৩- এর স্পেসিফিকেশন
টিপস্টার মুকুল শর্মার কথায় চলতি মাস অর্থাৎ জুন মাসের শেষদিকে এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই ফোনে ৬.৭৪ ইঞ্চির একটি ১.৫কে রেজোলিউশ যুক্ত AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রশ রেট ১২০ হার্টজ হতে পারে। এছাড়াও এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর, ১৬ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১৩ বেসড OxygenOS 13.1 out-of-the-box- এর সাপোর্ট থাকতে পারে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেনসর থাকার সম্ভাবয়া রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের wired SuperVOOC fast charging সাপোর্ট থাকতে পারে। ডলবি অ্যাটমোস সাপোর্টের দুটো স্পিকার থাকতে পারে এই ফোনে।
ওয়ানপ্লাস নর্ড সিই৩ ফোনের স্পেসিফিকেশন
- এই ফোনে ৬.৭ ইঞ্চির fluid AMOLED ডিসপ্লে থাকতে পারে। রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ফোনে স্পেশ্যাল HyperTouch ফিচার এবং HyperBoost ইঞ্জিন থাকতে পারে।
- এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২ প্রসেসর, ১২ জিবি র্যাম, ১২ জিবি র্যাম এবং ১৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম থাকতে পারে।
- অ্যান্ড্রয়েড ১৩ এবং OxygenOS 13.1- এর সাপোর্ট থাকতে পারে। দু'বছরের অ্যান্ড্রয়েড এবং তিন বছরের সিকিওরিটি আপডেট পাবেন ইউজাররা।
- এই ফোনেও ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত), ৮ মেগাপিক্সেলের সেনসর (১১২ ডিগ্রি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত), ২ মেগাপিক্সেলের সেনসর (৪ সেন্টিমিটারের ম্যাক্রো লেন্স যুক্ত) থাকতে পারে। এছাড়াও ভিডিও রেকর্ড করার জন্য থাকতে পারে TurboRAW- এর সাপোর্ট।
- এই ফোনেও ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের wired SuperVOOC fast charging সাপোর্ট থাকতে পারে।
আরও পড়ুন- যোগ দিবসে সুরাতে ১ লাখ মানুষ একসঙ্গে, 'গড়ল ওয়ার্ল্ড রেকর্ড'