OnePlus Nord 3: ভারতে ওয়ানপ্লাস নর্ড ৩ কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?
OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড ৩ ফোনে থাকতে পারে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের চার্জিং সাপোর্ট। এক ঘণ্টারও কম সময়ে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে এই ফোনে, এমনটাই দাবি সংস্থার।
OnePlus Nord 3: ওয়ানপ্লাস নর্ড ৩ (OnePlus Nord 3) ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোন লঞ্চ হচ্ছে ওয়ানপ্লাস নর্ড ২ (OnePlus Nord 2)- এর সাকসেসর মডেল হিসেবে। প্রায় দু'বছর পর লঞ্চ হতে চলেছে এই সাকসেসর মডেল। আনুষ্ঠানিক লঞ্চের আগে ওয়ানপ্লাস সংস্থা তাদের নতুন ফোনের ডিজাইন এবং বিভিন্ন রঙের অপশন প্রকাশ্যে এনেছে। ওয়ানপ্লাস নর্ড ৩ ফোনে রয়েছে আইফোন ১২-র মতো ফ্ল্যাট ডিসপ্লে এবং শার্প এজ। এর ফলে ফোনটি একটি মডার্ন লুক পেতে চলেছে। এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলেও রয়েছে চমক।
ওয়ানপ্লাস নর্ড ৩- এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- এই ফোনে থাকতে চলেছে একটি অ্যালার্ট স্লাইডার। এছাড়াও থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ অক্টা-কোর প্রসেসর। ওয়ানপ্লাসের ট্যাবে এই প্রসেসর রয়েছে।
- ওয়ানপ্লাস নর্ড ৩ ফোনে থাকতে পারে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের চার্জিং সাপোর্ট। এক ঘণ্টারও কম সময়ে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে এই ফোনে, এমনটাই দাবি সংস্থার।
- ৬.৭৪ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
- রেয়ার ক্যামেরা মডিউলে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।
- এই ৫জি ফোনে অ্যান্ড্রয়েড ১৩-র সাপোর্ট এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে।
ওয়ানপ্লাস নর্ড ৩ ফোনের স্টোরেজ ভ্যারিয়েন্ট
দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ১২৮ জিবি স্টোরেজের বেস মডেলের দাম হতে পারে ৩২,৯৯৯ টাকা। অন্যদিকে ২৫৬ জিবি স্টোরেজের আর একটি মডেলের দাম ৩৬,৯৯৯ টাকা হতে পারে।
Samsung Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি (Samsung Galaxy M34 5G) ফোন। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এই ফোন দেশে লঞ্চের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, আগামী ৭ জুলাই স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হবে। লঞ্চের পর ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোন কেনা যাবে। এর পাশাপাশি স্যামসাং ইন্ডিয়ার অনলাইন এবং অফলাইন স্টোর থেকেও এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা। এই ফোনে Monster Shot 2.0 ফিচার থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। একটা শটে ৪টি ছবি এবং ৪টি ভিডিও একবারে তোলার ক্ষমতা রাখে এই ক্যামেরা ফিচার। এছাড়াও এই ফোনের ক্যামেরায় স্যামসাংয়ের নিজস্ব Nightography ফিচার থাকতে চলেছে। কম আলোতে ভাল ছবি তোলা যাবে এই ক্যামেরা ফিচারের সাহায্যে। এর সঙ্গে থাকতে পারে একটি Fun Mode। সেখানে ১৬টি ভিন্ন ইনবিল্ট লেন্স এফেক্ট থাকবে বলে শোনা গিয়েছে।
আরও পড়ুন- নিয়মিত মেডিটেশন করলে কী কী উপকার পাবেন? নিয়ন্ত্রণ থাকবে আবেগে, কমবে স্ট্রেস