OnePlus Nord N20 SE: অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ওয়ানপ্লাস নর্ড এন২০ এসই, এই ফোনের দাম কত?
OnePlus Nord Series: ভারতে অগস্ট মাসে লঞ্চ হয়েছিল ওপ্পো এ৭৭ ৪জি ফোন। তারই রিব্র্যান্ডেড মডেল হিসেবে আসছে ওয়ানপ্লাস নর্ড এন২০ এসই ৪জি ফোন।
OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড এন২০ এসই (OnePlus Nord N20 SE) ফোন চলতি বছর অগস্ট মাসে প্রকাশ্যে এসেছিল বিশ্বের বেশ কয়েকটি দেশে। ভারতে এখনও আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়নি এই ফোন। অথচ দুই জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) এবং অ্যামাজনের (Amazon) সাইটে ওয়ানপ্লাস নর্ড এন২০ এসই ফোনের নাম দেখা গিয়েছে। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। এছাড়াও রয়েছে একটি ৬.৫৬ ইঞ্চির HD+ ডিসপ্লে। ওয়ানপ্লাসের এই ফোনে রয়েছে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। ভারতে অগস্ট মাসে লঞ্চ হয়েছিল ওপ্পো এ৭৭ ৪জি ফোন। তারই রিব্র্যান্ডেড মডেল হিসেবে আসছে ওয়ানপ্লাস নর্ড এন২০ এসই ৪জি ফোন।
ওয়ানপ্লাস নর্ড এন২০ এসই ফোনের দাম
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম অ্যামাজনে দেখা গিয়েছে ১৪,৫৮৮৮ টাকা। অন্যদিকে ফ্লিপকার্টে এই ফোনের দাম ১৪,৭৯৯ টাকা। এই ফোন অ্যামাজন থেকে কেনা যাবে Celestial Black রঙে। আর ফ্লিপকার্টে এই ফোন পাওয়া যাবে Oasis Blue রঙের শেডে।
ওয়ানপ্লাস নর্ড এস২০ এসই ফোনের স্পেসিফিকেশন
- অ্যান্ড্রয়েড ১২ বেসড OxygenOS 12-র সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
- ডিসপ্লের উপর থাকবে ওয়াটার ড্রপ স্টাইলের একটা নচ ডিজাইন। সেখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ৬৪ জিবি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব হবে।
Poco C50: ভারতে সস্তার ফোন লঞ্চ করতে চলেছে পোকো (Poco) সংস্থা। শোনা যাচ্ছে, নভেম্বর মাসের শেষের দিকে দেশে লঞ্চ হতে পারে পোকো সি৫০ (Poco C50) ফোন। এটি একটি বাজেট স্মার্টফোন (Budget Smartphone) হতে চলেছে। পোকো সি সিরিজের (Poco C Series) এই ফোনের মূল আকর্ষণ হতে চলেছে তার ক্যামেরা ফিচার। স্লিক ডিজাইনের এই ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন এখনও প্রকাশ করেনি পোকো কোম্পানি। শোনা যাচ্ছে, রেডমি এ১ প্লাস ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে পোকো সি৫০ ফোন। তবে দুই ফোনের ক্যামেরা ফিচারে থাকবে পার্থক্য। বাজেট ফোন হবে একথা শোনা গেলেও পোকো সি৫০ ফোনের দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
আরও পড়ুন- ফ্লিপকার্টের 'অ্যাপেল ডে'জ সেল', আইফোন ১২- র দামে ব্যাপক ছাড়, কত টাকায় কিনতে পারবেন?