OnePlus Open: ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?
OnePlus Foldable Phone: ওয়ানপ্লাস ওপেন ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ২ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে ১২ জিবি র্যাম যুক্ত থাকতে পারে।
OnePlus Open: ওয়ানপ্লাস (OnePlus) সংস্থা তাদের ফোল্ডেবল ফোন (Foldable Phone) ওয়ানপ্লাস ওপেন (OnePlus Open) লঞ্চ করতে চলেছে ভারতে। জানা গিয়েছে, আগামী ১৯ অক্টোবর ভারতীয় সময় সন্ধে ৭টা ৩০ মিনিটে মুম্বইয়ের একটি ইভেন্টে এই ফোন লঞ্চ হবে। Emerald Eclipse এবং Voyage Black- এই দুই রঙে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ওপেন ফোল্ডেবল ফোন। এই ফোন লঞ্চের মাধ্যমেই ফোল্ডেবল ফোনের দুনিয়ায় ওয়ানপ্লাস সংস্থার অভিষেক ঘটতে চলেছে।
ওয়ানপ্লাস ওপেন ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- এই ফোনে ৭.৮২ ইঞ্চির OLED স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। সম্ভবত এটি ফোনের ইনার ডিসপ্লে হতে চলেছে। এছাড়াও থাকতে পারে ৬.৩১ ইঞ্চির OLED আউটার স্ক্রিন। এর রিফ্রেশ রেটও ১২০ হার্টজ হওয়ার কথা রয়েছে।
- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে ওয়ানপ্লাস ওপেন ফোনে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে, যার সঙ্গে আবার একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে আরও একটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে আলট্রা ওয়াইড লেন্স থাকবে বলে শোনা গিয়েছে। আর থাকতে পারে ৬৪ মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা সেনসর।
- ওয়ানপ্লাস ওপেন ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ২ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে ১২ জিবি র্যাম যুক্ত থাকতে পারে। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকার কথাও শোনা গিয়েছে।
- এছাড়াও এই ফোনে একটি ৪৮০৫ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
ভারতে লঞ্চ হয়েছে নতুন ফোল্ডেবল স্মার্টফোন ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ
ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোন লঞ্চ হয়েছে ভারতে। মিডিয়াটেকের অক্টা-কোর ডিমেনসিটি ৯২০০ চিপসেট রয়েছে এই ফোনে। তার সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি র্যাম। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। তিনটি রঙে এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। ওপ্পোর নতুন ফোল্ডেবল ফোনে রয়েছে ৩.২৬ ইঞ্চির কভার ডিসপ্লে এবং ৬.৮০ ইঞ্চির ইনার স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৯৪,৯৯৯ টাকা। Cream Gold, Misty Pink, Sleek Black- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পোর নতুন ফোল্ডেবল ফোন। কেনা যাবে সংস্থার অনলাইন স্টোর, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে। ২২ অক্টোবর ভারতীয় সময় সন্ধে ৬টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে।