OnePlus Smartphones: ভারতে কবে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোন? দাম কত হতে পারে?
OnePlus Nord CE 4 Lite 5G: ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোন।
OnePlus Smartphones: ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোন (OnePlus Nord CE 4 Lite 5G) লঞ্চ হবে ভারতে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। গতবছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোন (OnePlus Nord CE 3 Lite 5G)। তারই সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোন। ওয়ানপ্লাস সংস্থা আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি। এর পাশাপাশি ওয়ানপ্লাসের নর্ড সিরিজের আরও একটি ফোনের ভারতে লঞ্চের কথা শোনা যাচ্ছে। দেশে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড ৪ ৫জি ফোনও (OnePlus Nord 4 5G)।
ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনের দাম কত হতে পারে এবং এই ফোন কবে লঞ্চের সম্ভাবনা রয়েছে
টিপস্টার সঞ্জু চৌধুরীর এক্স পোস্ট অনুসারে ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ৫জি ফোনের দাম ভারতে ২০ হাজার টাকার মধ্যেই হবে। অর্থাৎ এই রেঞ্জ থেকে ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনের দাম শুরু হতে পারে। নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। এর পাশাপাশি শোনা যাচ্ছে, হয়তো জুন মাসেই ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোন। যদিও ওয়ানপ্লাস সংস্থা কিছু ঘোষণা করেনি।
অন্যদিকে আবার শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে জুলাই মাসে। এই ফোনের দাম হতে পারে ৩১,৯৯৯ টাকা। টিপস্টার সঞ্জু চৌধুরীর এই এক্স পোস্টেই সেই আভাস পাওয়া গিয়েছে। যদিও এই ফোন সম্পর্কেও ওয়ানপ্লাস কর্তৃপক্ষ কিছু ঘোষণা করেনি।
ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে
- এই ফোনে থাকতে পারে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ডিসপ্লেতে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যেতে পারে। এটি একটি AMOLED স্ক্রিন হতে চলেছে।
- কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর থাকতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে।
- এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
- অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হতে পারে ওয়ানপ্লাস নর্ড সিরিজের এই ফোন।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমির 'নারজো' সিরিজের নতুন ফোন, দাম ১০ হাজারের কম, কী কী ফিচার রয়েছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।