Online Gaming: অনলাইন গেমের আড়ালে প্রতারণার ফাঁদ, কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন? রইল কিছু সহজ টিপস
Online Gaming Scam: অনলাইন গেমের আড়ালে আর্থিক প্রতারণার ফাঁদ নতুন বিষয় নয়। অনেকেই এই ফাঁদে পড়ে যান নিজের অজান্তেই। তাই অনলাইনে গেম খেলার নেশা থাকলে অবিলম্বে সতর্ক হওয়া প্রয়োজন।
Online Gaming: আপনি কি অনলাইনে (Online Games) ভীষণ ভাবে ভিডিও গেম (Video Games) খেলেন? তাহলে সতর্ক থাকা জরুরি। ফোনের যত্ন নেওয়ার পাশাপাশি নিজেকেও সাবধান হতে হবে। সম্প্রতি পিটিআই সূত্রে জানা গিয়েছে, নাগপুরের এক ব্যবসায়ী অনলাইন গেমের ফাঁদে পড়ে প্রায় ৫৮ কোটি টাকা খুইয়েছেন। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে আদতে ওই ব্যবসায়ী অনলাইনে জুয়ার ফাঁদে পড়েছিলেন এবং এই বিপুল পরিমাণ টাকা খোয়া গিয়েছে তাঁর। অনলাইন গেমের আড়ালে আর্থিক প্রতারণার ফাঁদ নতুন বিষয় নয়। অনেকেই এই ফাঁদে পড়ে যান নিজের অজান্তেই। তাই অনলাইনে গেম খেলার নেশা থাকলে অবিলম্বে সতর্ক হওয়া প্রয়োজন।
অনলাইনে গেম খেলার সময় কীভাবে নিরাপদে থাকবেন?
অজানা-অচেনা কাউকে একেবারেই বিশ্বাস নয়- অনলাইন গেম খেলতে গেলে গেমিং প্ল্যাটফর্মে অনেকের সঙ্গেই আপনার আলাপ হতে পারে যাঁরা আপনার পূর্বপরিচিত নন। ভার্চুয়াল ওয়ার্ল্ডে পরিচয় হওয়া এই গেমাররা আপনাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতে পারে। তারা একাধিক এমন স্কিমের কথা বলবে যার মাধ্যমে আপনি সহজে টাকা উপার্জ করতে পারবেন। এই ফাঁদে পা দিলে বিপদ অনিবার্য। মনে রাখবেন সহজে অর্থ উপার্জনের কোনও সৎ পথ থাকে না। অতএব অনলাইন গেমিং প্ল্যাটফর্মে পরিচয় হওয়া অজানা, অচেনা কোনও গেমারকে একবারেই বিশ্বাস করা চলবে না। বিশেষ করে এ জাতীয় অর্থনৈতিক স্কিমের প্রলোভনে একেবারেই সাড়া দেবেন না।
অনলাইনে গেমে টাকা খরচ করতে সতর্ক থাকুন- অনলাইন গেমে অনেকসময় টাকা বিনিয়োগের কথা বলা হয়। এম অপশন পেলে সরাসরি প্রস্তাব এড়িয়ে চলুন। আপনার কষ্ট করে রোজগার করা অর্থ লুঠ হয়ে যাতে পারে একটা ছোট্ট ভুলের কারণে। বিভিন্ন অনলাইন গেমিগ অ্যাপে ইন-অ্যাপ কিছু পরিষেবা কেনার অপশন থাকে। অনেকে গেমটাই ভালভাবে খেলার জন্য এইসব জিনিস কিনতে যান। তখনই জড়িয়ে পড়েন প্রতারণার ফাঁদে। তাই যতই লোভনীয় অফার থাকুক না কেন এড়িয়ে চলুন। বিশেষ করে এইসব কেনাবেচার ক্ষেত্রে গেমারের অনেক ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্কের তথ্য দিতে হয়। একবার এইসব তথ্য ফাঁস হয়ে গেলে বিপদ বাড়বে।
অনলাইনে জুয়া জাতীয় কোনও খেলা থেকে বিরত থাকাই ভাল- তাস, পোকার এ জাতীয় খেলা অনলাইন মাধ্যমে বেশ জনপ্রিয়। কিন্তু এইসব খেলার ক্ষেত্রে প্রতারণার ফাঁদও অনেক বেশি। তাই এই জাতীয় গেম না খেলাই ভাল। একান্ত খেলতে গেলে সমস্ত খুঁটিনাটি তথ্য ভাল করে জেনেবুঝে নেওয়া প্রয়োজন। তবে এই জাতীয় খেলা এড়িয়ে চলাই মঙ্গলের।
ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না- অনলাইনে গেম খেলার সময় কোনও ব্যক্তিগত তথ্য গেমিং অ্যাপ বা মাধ্যমে শেয়ার করা উচিত নয়। ইউজাররা নিজের নামের পরিবর্তে অন্য নাম দিয়ে খেলুন। অন্যান্য কোনও ব্যক্তিগত তথ্যও অনলাইন গেমিং মাধ্যমে ফাঁস করা ঠিক নয়। এর ফলে বিভিন্ন ভাবে প্রতারণার শিকার হতে পারেন একজন গেমার।
আরও পড়ুন- অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করতে চলেছে ChatGPT, দুশ্চিন্তা কি বাড়ছে Google Bard- এর