OPPO A16 Launched : ৫০০০ এমএএইচের ব্যাটারি- 'AI ট্রিপল ক্যামেরা', ভারতে এল OPPO A16
গত বছর মার্কেটে লঞ্চ করেছিল OPPO A15। এবার সেই মডেলের ধারাবাহিকতা বজায় রাখতে বাজারে এসেছে ওপ্পোর এই ফোন। নতুন মডেলের ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১৩,৯৯০ টাকা।
নয়াদিল্লি: উৎসবের মরশুমের আগে লোয়ার মিডরেঞ্জ মার্কেট ধরতে বড় চ্যালেঞ্জার নামালো ওপ্পো(OPPO)। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স AI-এর সঙ্গে তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে। বেশিক্ষণ চার্জ ধরে রাখার জন্য থাকছে ৫০০০এমএএইচের ব্যাটারি। OPPO A15-এর সাফল্য ধরে রাখতে ভারতে লঞ্চ হল OPPO A16।
OPPO A16-এর রং ও দাম
গত বছর মার্কেটে লঞ্চ করেছিল OPPO A15। এবার সেই মডেলের ধারাবাহিকতা বজায় রাখতে বাজারে এসেছে ওপ্পোর এই ফোন। নতুন মডেলের ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১৩,৯৯০ টাকা। ক্রিস্টাল ব্ল্যাক ও পার্ল ব্লু রঙে এই ফোন এনেছে কোম্পানি। ফোন কেনার ক্ষেত্রে বড় ব্যাঙ্কগুলির কার্ডে ৭৫০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে কোম্পানি।HDFC Bank, ICICI Bank, Kotak Bank, Standard Chartered Bank, Federal Bank, BOB সব কার্ডেই পাওয়া যাচ্ছে এই
ছাড়।চাইলে মাসিক কিস্তিতে এই ফোন নিতে পারেন ক্রেতা। সেই ক্ষেত্রে Bajaj Finserv, IDFC First Bank, HDB Financials, TVS Credit Finance, Home Credit ছাড়াও Mahindra Finance আপনাকে সাহায্য করবে। এ ছাড়াও Paytm থেকে এই ফোন কিনলে ১৫০০ টাকা সঙ্গে সঙ্গে ক্যাশব্যাক পাবেন ক্রেতা।
OPPO A16-এর স্পেকস
ফোনে ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ৪৮০ নিটসের উজ্জ্বলতা রয়েছে এই ডিসপ্লেতে। তাই কোনও অ্যাঙ্গেল থেকেইস্ক্রিন দেখতে কোনও অসুবিধা হবে না। কোম্পানি দাবি করেছে, দিনের আলোতেই ঘরে বাইরে নিয়ে গেলেও দেখা যাবে এই ডিসপ্লে।তবে অন্যান্য ফোনের মত রিফ্রেস রেটের প্রতিযোগিতায় নামেনি OPPO A16। তাই নতুন মডেলেও ৬০ হার্টজের রিফ্রেস রেট রেখেছে কোম্পানি। ফোনে রয়েছে MediaTek Helio G35 প্রসেসর।
OPPO A16-এর ক্যামেরা
ফোনে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দিয়েছে কোম্পানি। সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। প্রথম থেকেই অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলছে এই ফোন। ডিভাইসে দেওয়া হয়েছে ৫০০০এমএএইচের শক্তিশালী ব্যাটারি।
আরও পড়ুন : Samsung Galaxy S22 Series : Apple-এর পর ফ্ল্যাগশিপ ফোন আনছে Samsung, থাকবে এই বিশেষ স্পেকস
আরও পড়ুন : BSNL offers : ৫০০ টাকার নিচে ৩৬৫ দিনের ভ্যালিডিটি, দিনে ২জিবি-৩জিবি ডেটা প্ল্যান দিচ্ছে BSNL
আরও পড়ুন : Samsung Galaxy M52 5G : উন্নত স্পেকস-ডিজাইনে ভোল বদল, এই দিন ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M52 5G