Oppo Smartphone: ভারতে হাজির ওপ্পো এ১৮, দাম ১০ হাজারেরও কম, কী কী ফিচার রয়েছে?
Oppo A18: এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং ব্লু- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ১৮ ফোন।
Oppo Smartphone: ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে ওপ্পো (Oppo) সংস্থার একটি বাজেট সেগমেন্টের স্মার্টফোন (Budget Smartphone) ওপ্পো এ১৮ (Oppo A18)। ১০ হাজার টাকার কমেই কেনা যাবে এই ফোন। এই মডেলে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও চিপসেট। এছাড়াও রয়েছে এইচডি প্লাস রেজোলিশন যুক্ত এলসিডি ডিসপ্লে। এছাড়াও ওপ্পো এ১৮ ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। দুটো রঙে এবং একটিই স্টোরেজ অপশন নিয়ে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ১৮ ফোন।
ওপ্পো এ১৮ ফোনের ভারতে দাম
৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং ব্লু- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ১৮ ফোন। কেনা যাবে সংস্থার অনলাইন স্টোর এবং দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে।
ওপ্পো এ১৮ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর।
- অ্যান্ড্রয়েড ১৩ বেসড ColorOS 13.1 - এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
- ওপ্পো এ১৮ ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- ওপ্পো এ১৮ ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
- কানেক্টিভিটি অপশন হিসেবে এই ৪জি ফোনে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৩, জিপিএস, টাইপ-সি ইউএসবি, ৪.৫ মিলিমিটারের অডিও জ্যাক।
ভারতে সম্প্রতি ভিভো সংস্থারও একটি বাজেট স্মার্টফোন লঞ্চ হয়েছে
ভারতে ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন ভিভো ওয়াই১৭এস (Vivo Y17s) লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও প্রসেসর। দুটো রঙ এবং দুটো স্টোরেজ অপশন নিয়ে ভিভো ওয়াই১৭এস ফোন ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। ভারতে ভিভো ওয়াই১৭এস ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা। অন্যদিকে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৪৯৯ টাকা। অ্যামাজন এবং ফ্লিপকার্ট, দু'জায়গা থেকেই এই ফোন কেনা যাবে। আর পাওয়া ভিভো সংস্থার ওয়েবসাইট এবং অফলাইনে ভিভো রিটেল পার্টনার স্টোর থেকে। ফরেস্ট গ্রিন এবং গ্লিটার পার্পল- এই দুই রঙে ভিভো ওয়াই১৭এস ফোন লঞ্চ হয়েছে।
আরও পড়ুন- গুগল পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো লঞ্চ হয়েছে ভারতে, কী কী চমক রয়েছে এই দুই ফোনে?