Oppo A78 5G: ভারতে আসছে ওপ্পো এ৭৮ ৫জি, কবে লঞ্চ হবে এই ফোন? সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন দেখে নিন একনজরে
Oppo Smartphone: আগামী ১৬ জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো এ৭৮ ৫জি ফোন। একটি ৫০০০ এমএএইচের ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট এই ফোনে থাকার সম্ভাবনা রয়েছে।
Oppo A78 5G: জানুয়ারি মাসে একাধিক স্মার্টফোন কোম্পানি ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে। আগামী ১৬ জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো এ৭৮ ৫জি (Oppo A78 5G) ফোন। শোনা যাচ্ছে, এই ফোনের দাম শুরু হতে পারে অর্থাৎ বেস মডেলের দাম ১৯ হাজার টাকার আশপাশে থাকতে পারে। ওপ্পো 'এ' সিরিজের (Oppo A Series Phone) আসন্ন ৫জি ফোনে একটি ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর থাকতে পারে। এর পাশাপাশি একটি ৫০০০ এমএএইচের ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট এই ফোনে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শোনা গিয়েছে, ওপ্পো এ৭৮ ৫জি ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের AI প্রাইমারি সেনসর এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
ওপ্পো এ৭৮ ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচারগুলি দেখে নিন একনজরে
- এই ফোনে একটি ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে থাকতে পারে। তার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ।
- এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে।
- এই ফোনে ভার্চুয়াল র্যাম ফিচার থাকতে পারে। তার সাহায্যে ফোনের র্যামের পরিমাণ আরও ৮ জিবি বাড়ানো সম্ভব।
- ওপ্পো এ৭৮ ৫জি ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের একটি মোনোক্রোম সেনসর থাকারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
- ওপ্পো 'এ' সিরিজে আসন্ন ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ওপ্পো সংস্থার দাবি এই ফোনে টানা ১৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং সাপোর্ট দিতে পারে।
- এই ফোন পরিচালিত হবে Android 13-based ColorOS 13- এর সাহায্যে।
Samsung Smartphone: জানা গিয়েছে, আগামী ১৮ জানুয়ারি ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি ফোন। ওই একই দিনে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ফোন লঞ্চের কথাও রয়েছে ভারতে।
আরও পড়ুন- লঞ্চের আগেই দাম ফাঁস, স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি ফোনের দাম কত হতে পারে ভারতে?