Oppo F21s Pro Series: ওপ্পো এফ২১এস প্রো সিরিজ লঞ্চ হয়েছে ভারতে, দুটো ফোনেই রয়েছে ম্যাক্রোলেন্স ক্যামেরা
Oppo Smartphones: ভারতে ওপ্পো এফ২১এস প্রো ৫জি এবং ওপ্পো এফ২১এস প্রো- এই দুই ফোন লঞ্চ হয়েছে।
Oppo F21s Pro Series: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এফ২১এস প্রো সিরিজ (Oppo F21s Pro Series)। এই সিরিজে রয়েছে ওপ্পো এফ২১এস প্রো (Oppo F21s Pro) এবং ওপ্পো এফ২১এস প্রো ৫জি (Oppo F21s Pro 5G) ফোন। ওপ্পো সংস্থা দাবি করেছে এই ফোনগুলিতে রয়েছে মাইক্রোলেন্স ক্যামেরা (Microlens Camera)। এছাড়াও এই ফোনে রয়েছে Oppo Glow টেকনোলজি। ওপ্পো এফ২১এস প্রো সিরিজের দুটো ফোনেই রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। আর রয়েছে কোয়ালকমের প্রসেসর।
ভারতে ওপ্পো এফ২১এস প্রো ৫জি এবং ওপ্পো এফ২১এস প্রো ফোনের দাম এবং উপলব্ধতা
ওপ্পো এফ২১এস প্রো ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। অন্যদিকে ওপ্পো এস২১ প্রো ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। ইতিমধ্যেই এই দুই ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে ফোনের ডেলিভারি শুরু হবে। in Dawnlight Gold এবং Starlight Black- এই দুই রঙে লঞ্চ হতে পারে ওপ্পো এফ২১এস প্রো সিরিজের এই দু’টি ফোন।
ওপ্পো এফ২১এস প্রো ৫জি ফোনের স্পেসিফিকেশন
- ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। 12-based ColorOS 12.1- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
- একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম।
- ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি সেনসর রয়েছে।
- এই ফোনে রয়েছে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। এই ফোনের ওজন প্রায় ১৮১ গ্রাম।
- রেয়ার ক্যামেরা সেনসরের চারপাশে রয়েছে ডুয়াল অরবিট লাইট। ফোন বা মেসেজ এলে ইউজারদের সতর্ক করে দেবে এই বিশেষ আলো। এর পাশাপাশি নোটিফিকেশনের ক্ষেত্রেও সতর্ক করবে এই ডুয়াল অরবিট লাইট।
ওপ্পো এফ২১এস প্রো ফোনের স্পেসিফিকেশন
৫জি ভ্যারিয়েন্টের মতোই ফিচার রয়েছে এই ফোনেও। এখানেও রয়েছে ৬.৪৩ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। ম্যাক্রোলেন্স ক্যামেরা দেখা যাবে এই ফোনেও।
আরও পড়ুন- টেকনো সংস্থার নতুন ফোন লঞ্চ হয়েছে ভারতে, সূর্যের আলোয় বদলাবে রঙ