Oppo Phones: বইয়ের মতো পড়তে পারবেন, নতুন ফোল্ডেবল স্মার্টফোনে কাজ করছে ওপ্পো
Oppo Foldable Smartphone: Oppo Reno 8 সিরিজ লঞ্চ করার প্রস্তুতির মাঝেই এবার আসছে নতুন খবর। টেক সাইটগুলির মতে, নতুন দু'টি ফোল্ডেবল স্মার্টফোনে কাজ করছে Oppo।
Oppo Foldable Smartphone: Oppo Reno 8 সিরিজ লঞ্চ করার প্রস্তুতির মাঝেই এবার আসছে নতুন খবর। টেক সাইটগুলির মতে, নতুন দু'টি ফোল্ডেবল স্মার্টফোনে কাজ করছে Oppo। গত বছর বাজারে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন Oppo Find N এনেছিল।
Oppo New Phones: কী ডিজাইন হবে নতুন ফোনে ?
টেক সাইটগুলির প্রতিবেদনে বলা হয়েছে, OPPO যে দুটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, তাদের দু'টিরই আলাদা ডিজাইন হতে চলেছে। এই ফোনগুলির একটিতে ক্ল্যামশেল ডিজাইন থাকবে, অন্য ফোনে থাকবে ফোল্ডেবল বুক ডিজাইন। যা বইয়ের মতো দেখতে হবে। ক্ল্যামশেল ডিজাইনের স্মার্টফোনটি Samsung Galaxy Z Flip-এর মতোই হবে বলে আশা করা হচ্ছে। অন্য স্মার্টফোনের ডিজাইন Oppo Find N-এর মতোই দেখতে হবে।
Oppo Foldable Smartphone: এই কোডনেমে হচ্ছে প্রস্তুতি
মিডিয়া রিপোর্ট বলছে, Oppo-র এই দুটি ফোল্ডেবল স্মার্টফোনের যেকোনও একটির কোডনেম Dragonfly। কোম্পানি এখনও দুটি স্মার্টফোনের নাম ঠিক করেনি। তবে ফোনেগুলির ডিজাইনের পাশাপাশি ফিচারও প্রকাশ পেয়েছে সংবাদমাধ্যমে। জেনে নিন, এই ফাঁস হওয়া ফিচারগুলো সম্পর্কে যাবতীয় তথ্য।
Oppo ফোল্ডেবল স্মার্টফোনের সম্ভাব্য বৈশিষ্ট্য
১ Oppo-এর ক্ল্যামশেল ডিজাইনের স্মার্টফোনে ১২০ হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হতে পারে।
২ আগের ফোল্ডেবল স্মার্টফোনের কথা মাথায় রেখে কোম্পানি এই মোবাইলের পুরুত্ব কমাতে পারে।
৩ বলা হচ্ছে Oppo-এর দ্বিতীয় ফোল্ডেবল ফোনটি Oppo Find N-এর মতো হতে পারে।
৪ এই কারণে কোম্পানি এটির নাম দিতে পারে Oppo Find N2।
৫ এই ফোনে ১২০ হার্টজের রিফ্রেশ রেটও দেওয়া যেতে পারে।
৬ কোম্পানি এই ফোনের ওজন ও পুরুত্ব কম রাখতে পারে।
৭ Oppo-র আগের ফোল্ডেবল স্মার্টফোন Find N বিশ্ব বাজারে এলেও ভারতে লঞ্চ করা হয়নি। তবে আশা করা হচ্ছে ,এবার কোম্পানি এই নতুন স্মার্টফোনটি ভারতেও লঞ্চ করতে পারে।