Oppo Smartphones: ভারতে আসছে ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোন, কবে লঞ্চ?
Oppo F27 Pro Plus 5G: জানা গিয়েছে, ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হবে ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোন।
Oppo Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোন (Oppo F27 Pro Plus 5G)। চিনে লঞ্চ হওয়া ওপ্পো এ৩ প্রো ফোনের (Oppo A3 Pro) রিব্র্যান্ডেড ভার্সান (Rebranded Version) হিসেবে ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোন লঞ্চ হবে দেশে। তার ফলে ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশনের সঙ্গে মিল থাকবে ওপ্পো এ৩ প্রো ফোনের।
ভারতে কবে লঞ্চ হতে চলেছে ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোন, কী কী রঙে এবং কোন কোন ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হবে
আগামী ১৩ জুন ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোন। ওপ্পো সংস্থার ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোন ডাস্ক পিঙ্ক এবং মিডনাইট নেভি- এই দুই শেডে লঞ্চ হবে দেশে। জানা গিয়েছে, ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হবে ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোন।
মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনের ডিজাইন কেমন হতে চলেছে
ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোনের রেয়ার প্যানেলে থাকতে চলেছে গোলাকার ক্যামেরা মডিউল। তার চারপাশে থাকবে একটি রুপোলি রঙের গোলাকার বর্ডার। ফোনের ব্যাক প্যানেলের উপরের দিকে মাঝ-বরাবর এই ক্যামেরা মডিউল সাজানো থাকবে। ফোনের রেয়ার প্যানেলে থাকতে চলেছে ভেগান লেদার ফিনিশ। তার উপরে থাকবে পলিকার্বোনেট নির্মিত একটি লম্বা স্ট্রাইপ। ফোনের রেয়ার প্যানেলের নীচের দিকে থাকবে 'ওপ্পো' ব্র্যান্ডের লোগো, অর্থাৎ সংস্থার নাম লেখা থাকবে। ফোনের ডানদিকের সাইডের অংশে থাকবে ভলিউম বাটন এবং পাওয়া বাটন। এছাড়াও এই ফোনে একটি কার্ভড ডিসপ্লে থাকতে চলেছে যার উপরে ফ্রন্ট ক্যামেরা সেনসরের জন্য থাকবে হোল পাঞ্চ কাট আউট।
ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে, দেখে নিন
- এই ফোনে থ্রিডি কার্ভড AMOLED স্ক্রিন থাকবে। তার উপরে সুরক্ষার জন্য থাকবে Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন লেয়ার।
- এই ফোন ৭.৮৯ মিলিমিটার পুরু হতে পারে এবং ওজন হতে পারে ১৭৭ গ্রাম।
- এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে।
আরও পড়ুন- ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে সিএমএফ ফোন ১, কবে লঞ্চ হবে নাথিং ফোন ৩?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।