Poco Phones: পোকোর নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, দেশে কবে আসছে পোকো সি৭১ ফোন?
Poco C71 Phone: গত বছর অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসে পোকো সি৬১ ফোন ভারতে লঞ্চ হয়েছিল। তার এক বছর পরে এবার ভারতে আসছে সাকসেসর মডেল পোকো সি৭১ ফোন।

Poco Phones: পোকো সি৭১ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে এপ্রিল মাসের শুরুতেই। পোকো সি৬১ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে পোকো সি৭১ ফোন। জানা গিয়েছে, পোকো সি৭১ ফোনটি ভারতে লঞ্চ হবে আগামী ৪ এপ্রিল, দুপুর ১২টায়। এক্স মাধ্যমে পোকো সংস্থার তরফে তাদের নতুন ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে। ভারতে লঞ্চের পর পোকো সি৭১ ফোন অনলাইনে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। দেশে এই ফোনের দাম শুরু হবে ৭০০০ টাকা কমেই। অর্থাৎ বেস মডেল পাওয়া যাবে অনেকটাই কম দামে। গত বছর অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসে পোকো সি৬১ ফোন ভারতে লঞ্চ হয়েছিল। তার এক বছর পরে এবার ভারতে আসছে সাকসেসর মডেল পোকো সি৭১ ফোন।
পোকো সি৭১ ফোনে থাকতে চলেছে ডুয়াল টন ফিনিশ।একটি স্প্লিট গ্রিড ডিজাইন থাকবে এই ফোনে, যার জন্যই বোঝা যাবে ওই ডুয়াল টন ফিনিশ। কুল ব্লু, ডেজার্ট গোল্ড এবং পাওয়ার ব্ল্যাক- এই তিন রঙে লঞ্চ হতে চলেছে পোকো সি৭১ ফোন। ফোনের ব্যাক প্যানেলে লম্বালম্বি ওষুধের ক্যাপস্যুলের আকারে থাকবে ক্যামেরা মডিউল। তার চারধারে থাকবে সোনালি বর্ডার। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে সাজানো থাকবে ক্যামেরা মডিউল। ফোনের ডানদিকের সাইডের অংশে থাকবে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। আর বাঁদিকের সাইডের অংশে থাকবে সিম কার্ড ট্রে।
পোকো সি৭১ ফোনে থাকতে চলেছে ৬.৮৮ ইঞ্চির স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লেতে থাকছে ওয়েট টাচ সাপর্ট। অর্থাৎ ভেজা হাতেও ব্যবহার করা যাবে ফোন। এছাড়াও এই ফোনে ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকবে বলে শোনা গিয়েছে। পোকো সি৭১ ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না ফোন। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে পোকো সি৭১ ফোনে। সেখানে ৩২ মেগাপিক্সেলের মেন সেনসর থাকবে বলে শোনা গিয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে বলে শোনা গিয়েছে।
পোকো সি৭১ ফোনে ইনবিল্ট ৬ র্যাম থাকবে বলে শোনা গিয়েছে। এই র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে বলে জানা গিয়েছে। এই ফোনে ২ টিবি স্টোরেজ সাপোর্ট করবে। এছাড়াও থাকতে চলেছে অ্যান্ড্রয়েড ১৫ সাপোর্ট।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
