Poco Phones: পোকো এম৬ প্লাস ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?
Poco M6 Plus 5G: এই ফোনে ৫০৩০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে। আগামী ১ অগস্ট পোকো এম৬ প্লাস ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে।
Poco Phones: পোকো এম৬ প্লাস ৫জি ফোন (Poco M6 Plus 5G) ভারতে লঞ্চ হতে পারে অগস্ট মাসের শুরুর দিকে। শাওমি (Xiaomi) সংস্থার সাব-ব্র্যান্ড পোকো জানিয়েছে তাদের 'এম' সিরিজের (Poco M Series Phone) এই ফোন লঞ্চ হতে পারে ১ অগস্ট। ইতিমধ্যেই এই ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, পোকো এম৬ প্লাস ৫জি ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকবে। ফোনের ডিসপ্লের উপর থাকবে হোল পাঞ্চ কাট আউট ডিজাইন।
পোকো এম৬ প্লাস ৫জি ফোন সম্পর্কে আর কী কী জানা গিয়েছে
- পোকো এম৬ প্লাস ৫জি ফোন ভারতে লঞ্চের পর ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। আগামী ১ অগস্ট এই ফোন লঞ্চ হবে ভারতে।
- ডুয়াল টোন ডিজাইনে মূলত ব্যাক প্যানেলে এই ডিজাইন নিয়ে লঞ্চ হতে পারে পোকো এম৬ প্লাস ৫জি ফোন। বেগুনি রঙের ডুয়াল টোন শেড থাকতে পারে পোকো- র আসন্ন ফোনে।
- এছাড়াও এই ডিভাইসে থাকতে পারে ফ্ল্যাট এজ। আর ডিসপ্লের উপর হোল পাঞ্চ কাট আউটে সাজানো থাকতে পারে সেলফি ক্যামেরা সেনসর।
- পোকো এম৬ প্লাস ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে রিং আকৃতির এলইডি লাইট থাকতে পারে। আর ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে চলেছে। এর সঙ্গে থ্রি এক্স ইন-সেনসর জুম সাপোর্ট থাকবে।
পোকো এম৬ প্লাস ৫জি ফোন ফ্লিপকার্টের পাশাপাশি অ্যামাজন থেকেও কেনা যাবে। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হবে এই ফোন। দাম ১৪,৯৯৯ টাকা ধার্য হয়েছে অ্যামাজনের ওয়েবসাইটে। ২ অগস্টের মধ্যে ফোন ডেলিভারি দেওয়া হবে একথাও শোনা গিয়েছে। অর্থাৎ ফোন লঞ্চের একদিন পরেই এই ফোন ডেলিভারি দেওয়া হবে।
পোকো এম৬ প্লাস ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে
- অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS- এর সাপোর্ট থাকতে পারে এই ফোনে।
- ৬.৭৯ ইঞ্চির এলসিডি স্ক্রিন থাকতে পারে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
- পোকো এম৬ প্লাস ৫জি ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
- গ্রাফাইট ব্ল্যাক রঙে পোকো সংস্থার নতুন ৫জি ফোন লঞ্চ হতে পারে।
- কোয়ালকমের একটি স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকতে পারে পোকো এম৬ প্লাস ৫জি ফোনে।
- এই ফোনে ৫০৩০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে।
চিনে আগেই লঞ্চ হয়েছে পোকো এম৬ প্লাস ৫জি ফোন। এবার আসতে চলেছে ভারতে।
আরও পড়ুন- নোকিয়ার বদলে এবার ফোনের নাম 'এইচএমডি', ভারতে হাজির দুই নতুন ফোন, দাম সাধ্যের মধ্যেই
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।