5G Phones Under Rs 10000: ১০ হাজার টাকার কমে নতুন ৫জি ফোন ভারতে আনতে চলেছে পোকো সংস্থা, কী কী ফিচার থাকবে?
Smartphones Under Rs 10000: ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে পোকো সংস্থার নতুন ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকবে বলে জানা গিয়েছে।

5G Phones Under Rs 10000: ভারতে লঞ্চ হতে চলেছে পোকো সংস্থার নতুন ৫জি ফোন। জানা গিয়েছে, এবার লঞ্চ হবে পোকো এম৭ ৫জি ফোন। পোকো সংস্থার এই ৫জি ফোন ভারতে আসছে আগামী ৩ মার্চ, দুপুর ১২টায়। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট থাকতে চলেছে। পোকো এম৬ ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে পোকো এম৭ ৫জি ফোন। এই ফোনের প্রো ভ্যারিয়েন্ট গতবছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর মাসে লঞ্চ হয়েছে ভারতে। শোনা যাচ্ছে, পোকো এম৭ ৫জি ফোনের দাম ১০ হাজার টাকার কমেই শুরু হবে। লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। মিন্ট গ্রিন, ওশান ব্লু, স্যাটিন ব্ল্যাক- এই তিন রঙে ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এম৭ ৫জি ফোন।
পোকো এম৭ ৫জি ফোনে কী কী ফিচার থাকতে চলেছে দেখে নিন লঞ্চের আগেই
- পোকো এম৭ ৫জি ফোনে ৬.৮৮ ইঞ্চির স্ক্রিন থাকতে চলেছে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে এই ফোন সহজে নষ্ট হবে না।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে পোকো সংস্থার নতুন ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি সেকেন্ডারি সেনসরও থাকবে। তবে সেটা কত মেগাপিক্সেলের সেনসর হতে চলেছে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকবে এই রেয়ার ক্যামেরা সেটআপে। আর ফোনের ডিসপ্লের উপর থাকতে চলেছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
- পোকো এম৭ ৫জি ফোনে ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। ফোনের বাক্সে ক্রেতারা পাবেন ৩৩ ওয়াটের একটি চার্জার। একবার পুরো চার্জ দিলে পোকো এম৭ ৫জি ফোনে প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং এবং প্রায় ৫৬ ঘণ্টা পর্যন্ত ভয়েস কলিং সাপোর্ট পাওয়া যাবে।
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি- এই দুই ফোন। স্যামসাংয়ের গ্যালাক্সি এম সিরিজের এই দুই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানেও ৫০ মেগাপিক্সেলেরই প্রাইমারি সেনসর রয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
