Poco X5 Pro 5G: পোকো এক্স৫ প্রো ৫জি ফোনের দাম ভারতে কত হতে পারে? লঞ্চের সম্ভাবনাই বা কবে?
Poco Smartphone: শোনা যাচ্ছে, পোকো এক্স৫ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে আগামী ৬ ফেব্রুয়ারি। যদিও পোকো সংস্থা এই ফোনের লঞ্চ সম্পর্কে কিছু ঘোষণা করেনি।
Poco X5 Series: পোকো এক্স৫ সিরিজ (Poco X5 Series) ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, পোকো এক্স৫ সিরিজে ভ্যানিলা (Poco X5) এবং প্রো (Poco X5 Pro) মডেল লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। এর আগে বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)- এও এই ফোনের সিরিজের নাম দেখা গিয়েছে। এর থেকেই অনুমান করা হচ্ছে, পোকো এক্স৫ সিরিজ ভারতে লঞ্চ হবে। শোনা যাচ্ছে, পোকো এক্স৫ প্রো ৫জি ফোন লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১২ স্পিড এডিশনের rebadged ভার্সান হিসেবে। যদি সত্যিই তাই হয়, তাহলে দুই ফোনের ক্ষেত্রে একই ধরনের স্পেসিফিকেশন দেখা যাবে। সম্প্রতি পোকো এক্স৫ সিরিজের সম্ভাব্য দাম এবং সম্ভাব্য লঞ্চের দিনক্ষণ প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, পোকো এক্স৫ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে আগামী ৬ ফেব্রুয়ারি। যদিও পোকো সংস্থা এই ফোনের লঞ্চ সম্পর্কে কিছু ঘোষণা করেনি।
অন্যদিকে আবার শোনা গিয়েছে, পোকো এক্স৫ প্রো ৫জি ফোনের দাম ২১ থেকে ২৩ হাজার টাকার মধ্যে হতে পারে। তিনটি কনফিগারেশনে লঞ্চ হতে পারে এই ফোন। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চের সম্ভাবনা রয়েছে। পোকো এক্স৫ প্রো ৫জি ফোনে থাকতে পারে একটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। তার সঙ্গে থাকতে পারে ১২ জিবি র্যাম। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এর পাশাপাশি পোকো এক্স৫ প্রো ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্স ভিত্তিক MIUI 14- এর সাহায্যে। এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার কথাও শোনা গিয়েছে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে। তার সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের (Samsung Galaxy A Series) নতুন ফোন স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি-র (Samsung galaxy A34 5G) নাম দেখা গিয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) সার্টিফিকেশন সাইটে। এর থেকে অনুমান করা হচ্ছে যে ভারতে দ্রুত এই ফোন লঞ্চ হতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ফোনের সাকসেসর মডেল হিসেবে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে।
আরও পড়ুন- ফেব্রুয়ারিতে অনেকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন সম্পূর্ণ তালিকা