Realme 11 Pro 5G Series: ভারতে রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজের প্রি-অর্ডার কবে থেকে শুরু হতে পারে? কী কী লঞ্চ অফার থাকার সম্ভাবনা রয়েছে?
Realme Smartphone: রিয়েলমি ১১ প্রো ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ১০০ মেগাপিক্সেলের সেনসর থাকতে চলেছে বলে শোনা গিয়েছে।
Realme 11 Pro 5G Series: রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৮ জুন। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই স্মার্টফোন সিরিজের মডেলের প্রি-অর্ডারে দিন এবং লঞ্চ অফার সম্পর্কে কিছু সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে। উল্লেখ্য, রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১১ প্রো ৫জি (Realme 11 Pro 5G) এবং রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি (Realme 11 Pro Plus 5G) - এই দুই ফোন।
দেখে নেওয়া যাক এই দুই স্মার্টফোনের সম্ভাব্য কিছু ফিচার ও স্পেসিফিকেশন
- রিয়েলমি ১১ প্রো ৫জি এবং রিয়েলমি ১১ প্রো ৫জি- এই দুই ফোনে থাকতে চলেছে octa-core 6nm MediaTek Dimensity 7050 প্রসেসর। এর সঙ্গে ১২ জিবি র্যাম যুক্ত থাকবে বলে শোনা গিয়েছে।
- রিয়েলমি ১১ প্রো ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। অন্যদিকে রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে।
- রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজের এই দুই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
প্রি-অর্ডারের দিনক্ষণ
টিপস্টার সুধাংশু আম্ভোরে জানিয়েছেন, ভারতে রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজের ফোনের প্রি-অর্ডার শুরু হতে পারে ৮ জুন থেকে। আর শেষ হবে ১৪ জুলাই। এই সিরিজের ফোনগুলি প্রি-রিজার্ভ করলে ৪৪৯৯ টাকার একটি রিয়েলমি ওয়াচ ২ প্রো ইউজাররা পাবেন। এছাড়াও থাকছে বিভিন্ন ব্যাঙ্ক অফার এবং নো-কস্ট ইএমআইয়ের সুবিধা। ৮ জুন দুপুর ১২টায় রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজ ভারতে লঞ্চ হবে। লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজের ফোনের ক্যামেরা ফিচার ও চার্জিং সাপোর্ট
রিয়েলমি ১১ প্রো ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ১০০ মেগাপিক্সেলের সেনসর থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। অন্যদিকে রিয়েলমি ১১ প্রো প্লাস ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ২০০ মেগাপিক্সেলের Samsung HP3 সেনসর থাকতে পারে। রিয়েলমি ১১ প্রো ফোনে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং এবং রিয়েলমি ১১ প্রো প্লাস ফোনে ১০০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে।
Nothing Phone 2: ভারতে তৈরি হবে নাথিং ফোন ২ (Nothing Phone 2)। শোনা যাচ্ছে, নাথিং ফোন ১ (Nothing Phone 1)- এর এই সাকসেসর মডেল ভারতে লঞ্চ হতে চলেছে জুলাই মাসে। তার আগেই এই সুখবর দিয়েছে ব্রিটেন ভিত্তিক সংস্থা নাথিং। ওয়ানপ্লাস সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তৈরি করেছেন ব্রিটেন ভিত্তিক কোম্পানি নাথিং। তাদের প্রথম ফোন নাথিং ১ নিয়ে লঞ্চের আগে থেকেই শুরু হয়েছিল হইচই। এবার সাকসেসর মডেল নাথিং ২ নিয়েও বজায় রয়েছে উন্মাদনা। নাথিং ফোন ২ লঞ্চ হতে চলেছে কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট নিয়ে। ইতিমধ্যেই এই ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। শোনা যাচ্ছে, নাথিং ফোন ২- এর ক্ষেত্রে রিসাইকেল হওয়া উপকরণ ব্যবহার করা হবে এবং প্যাকেজিংয়ের ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার থাকবে না।