Realme Smartphones: রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজ ভারতে কবে লঞ্চ হতে চলেছে? কোন কোন ফোন লঞ্চ হবে? দেখে নিন সম্ভাব্য ফিচার
Realme 12 Pro 5G Series: রিয়েলমি ১২ প্রো ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট থাকবে। আর রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর থাকবে।
Realme Smartphones: রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজ (Realme 12 Pro 5G Series) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২৯ জানুয়ারি, দুপুর ১২টায়। আগেই আভাস পাওয়া গিয়েছিল যে নতুন বছরের প্রথম মাসের শেষদিকেই এই স্মার্টফোন সিরিজ দেশে লঞ্চ হতে পারে। রিয়েলমি ১২ প্রো (Realme 12 Pro) এবং রিয়েলমি ১২ প্রো প্লাস (Realme 12 Pro Plus) - এই দুই মডেল লঞ্চ হবে রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের মধ্যে। এই ফোন দুটি আসলে রিয়েলমি ১১ প্রো এবং রিয়েলমি ১১ প্রো প্লাস- এই দুই ফোনের সাকসেসর মডেল। শোনা যাচ্ছে, রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের একটি ফোনে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। সম্ভবত রিয়েলমি ১২ প্রো প্লাস ভ্যারিয়েন্টে এই ক্যামেরা ফিচার দেখা যাবে। এছাড়াও এই সিরিজের কোনও একটি ফোনের রেয়ার প্যানেলে থাকবে সার্কুলার ক্যামেরা মডিউল অর্থাৎ গোলাকার ক্যামেরা মডিউল। এখনও পর্যন্ত যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে সাবমেরিন ব্লু রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে। ফোনের ব্যাক প্যানেলের গোলাকার ক্যামেরা মডিউলের চারপাশে বর্ডার করেছে রয়েছে সোনালি রঙের ডায়াল। ফোনের পিছনের অংশে রয়েছে লেদার ফিনিশ। রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের ফোন দুট সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। সেগুলিই একনজরে দেখে নেওয়া যাক।
ফোনের রঙ এবং র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট
রিয়েলমি ১২ প্রো মডেল নেভিগেটর বেজ এবং সাবমেরিন ব্লু- এই দুই রঙে লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। এই ফোন ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। অন্যদিকে রিয়েলমি ১২ প্রো প্লাস ফোন নেভিগেটর বেজ এবং সাবমেরিন ব্লু ছাড়াও এক্সপ্লোরার রেড- এই রঙেও লঞ্চ হতে পারে। এই ফোন ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে।
ক্যামেরা ফিচার এবং স্পেসিফিকেশন
রিয়েলমি ১২ প্রো সিরিজের ফোনে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 সেনসর থাকবে। এই ক্যামেরা সেনসরে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। রিয়েলমি ১২ প্রো ফোনে ৩২ মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা সেনসর থাকতে পারে যেখানে 2x optical zoom- এর সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনে একটি OmniVision OV64B পেরিস্কোপ টেলিফটো শুটার থাকতে চলেছে যেখানে 3x optical zoom- এর সাপোর্ট পাওয়া যাবে। রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনে আরও থাকতে চলেছে 6x lossless zoom এবং 120x digital zoom- এর সাপোর্ট। রিয়েলমি ১২ প্রো ফোনে ১৬ মেগাপিক্সেলের এবং রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে।
রিয়েলমি ১২ প্রো সিরিজের দুই ফোনের প্রসেসর, ব্যাটারি ও চার্জিং ফিচার
রিয়েলমি ১২ প্রো ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট থাকবে। আর রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর থাকবে। এই দুই ফোনেই থাকতে চলেছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রিয়েলমি ১২ প্রো সিরিজের ফোনে ৬.৭ ইঞ্চির কার্ভড এজ যুক্ত এবং ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এমন AMOLED ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। Android 14-based Realme UI 5- এর সাপোর্টে পরিচালিত হবে রিয়েলমি ১২ প্রো এবং রিয়েলমি ১২ প্রো প্লাস- এই দুই ফোন। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকবে রিয়েলমি ১২ প্রো সিরিজের দুটো ফোনেই।
আরও পড়ুন- অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে ৩০ হাজার টাকার কমে কোন কোন স্মার্ট টিভি কিনতে পারবেন?